হরিপুরে নিধারিত স্থানে গরু না জবাই করে, দূষিত হচ্ছে পরিবেশ

মোঃ আনোয়ার হোসেন, হরিপুর উপজেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় বিভিন্ন হাটে  গরু জবাই করার জন্য নিধারিত স্থান থাকলেও, জবাই সেখানে না করে  জবাই  করে রাস্তা ধারে। নোংরা আবর্জনা পচা দূর্গন্ধে  দুষিত হয় পরিবেশ।
মানুষ জনকে চলাচল করতে হয় দুর্গন্ধময় নোংরা পরিবেশে। হরিপুর সদর ইউনিয়নে কালি গন্জ হাটে দীর্ঘ  ধরে কসাই খানা ঘরটিকে সেলুন ঘর বানিয়ে ব্যবহার করে যাচ্ছে । হাট কর্তৃপক্ষের কোন ভ্রুক্ষেপ নেই। উপজেলার প্রধান সড়কের দুই ধারে গরু জবাই করে মাংস বিক্রয় করে অবাধে, কেউ দেখভাল  করার মত কেউ নেই। এলাকাবাসীর দাবি  নিধারিত স্থানে পশু জবাই করা হোক ।
নচেৎ  পচা দুর্গন্ধে   জনজীবন অতিষ্ট হয়ে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হবে। আর কিছু হাট আছে  যেখানেও একই অবস্থা, যেমন  ধীর গন্জ হাট,  যাদুরানি হাটে নিধারিত স্থান থাকার পরও মাংস বিক্রয় করা হয় টিন সেডের বাইরে।