হলিউডের বিখ্যাত সিনেমা ‘ট্রান্সফরমার’(ভিডিও)

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : হলিউডের বিখ্যাত সিনেমা ‘ট্রান্সফরমার’। বিস্ময়কর গল্পের কারণে ট্রান্সফরমার সিরিজের প্রতিটি সিনেমাই বিশ্বব্যাপী জনপ্রিয়। এ সিনেমায় দেখানো হয়েছে, গাড়ি যখন তখন রোবটে পরিণত হয়ে রোবট হিসেবে চলাফেরা করার মতো বিস্ময়কর ঘটনা।

ট্রান্সফরমার সিনেমা দেখে অনেকেই হয়তো মনে মনে কামনা করেছেন, বাস্তবেও যদি এমন হতো! সুখবর হচ্ছে, এবার বাস্তবেই তৈরি করা হয়েছে ট্রান্সফরমার সুবিধার গাড়ি, যা রোবটে পরিণত হতে পারে। যা সত্যিই অবিশ্বাস্য।

তুরস্কের প্রতিষ্ঠান লেটরন্স তৈরি করেছে রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত এমন একটি বিএমডব্লিউ গাড়ি, যা কিনা ট্রান্সফরমারে রূপান্তরে সক্ষম। অর্থাৎ গাড়িটি রোবট আকৃতিতে মানুষের মতো দাড়াতে সক্ষম। তবে রোবটে পরিণত হওয়ার পর সিনেমার মতো এটি হাটাচলা কিংবা দৌড়ানোয় সক্ষম নয়। বর্তমানে গাড়িটি ট্রান্সফরমার হিসেবে উঠে দাড়ানোর পাশাপাশি হাত, আঙুল ও মাথা নাড়াতে সক্ষম এবং কথা বলতে পারে।

https://youtu.be/2e6BlH_SP7k