হাজিরা চালু করলো ডিজিটাল পরিকল্পনা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদকঃ পরিকল্পনা মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীদের জন্য ডিজিটাল হাজিরার পদ্ধতি চালু করা হয়েছে।

বুধবার সকালে ডিজিটাল হাজিরা কার্যক্রমের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শাহেদুর রহমান জানান, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশন ও পরিকল্পনা বিভাগের সব কর্মকর্তা-কর্মচারী এ আওতায় থাকবেন। ১ আগস্ট থেকে সব কর্মকর্তা-কর্মচারীদের সকালে অফিসে প্রবেশের সময় এবং ছুটি শেষে যাওয়ার সময় বাধ্যতামূলকভাবে ডিজিটাল হাজিরা দিতে হবে।

শেরেবাংলা নগরস্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের চত্বরে ১০টি ভবনে ডিজিটাল হাজিরার ব্যবস্থা থাকবে বলেও জানান শাহেদুর রহমান।