হাতির হাত থেকে বাঁচতে গাছে বসবাস

হাতির হাত থেকে বাঁচতে গাছে বসবাস

আন্তর্জাতিক ডেস্কঃ হাতির হাত থেকে বাঁচতে এক অভিনব কায়দায় ঘরবাড়ি নির্মান। উদিয়া মহাকুদ, হাতির হামলায় ঘর-বাড়ি হারিয়ে ছিলেন তিনি। আবারো ঘর বানানোর টাকা পয়সাও নেই তার কাছে। হাতির হামলা থেকে প্রাণ বাঁচাতে শেষমেষ জঙ্গলে গাছের উপর খড় দিয়ে থাকা শুরু করতে ৪০ বছর বয়সী এই ব্যক্তি। সঙ্গে তার পাঁচ বছরের ছেলে। ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশা রাজ্যের কেওনঝাড় জেলায়।

ভারতের সংবাদ সংস্থা এএনআই জানায়, উদিয়া কেওনঝাড়ের কুসুমিতা গ্রামের বাসিন্দা। একা উদিয়া নয়, কুসুমিতা গ্রামের অধিকাংশ বাসিন্দাকেই হাতির হামলা থেকে প্রাণে বাঁচাতে উঁচু গাছের ডালে মাচা করে রাত কাটাতে হচ্ছে।

জেলা বন বিভাগ জানিয়েছে, কেওনঝাড়ে প্রায় ৫০টি হাতি রয়েছে। এরই মধ্যে অন্তত ১০টি হাতির একটি দল কুসুমিতা গ্রামে ঘন ঘন হানা দিচ্ছে।

হাতির গতিবিধির ওপর নজর রাখতে এবং গ্রামে উপদ্রব ঠেকাতে ইতোমধ্যেই একটি বিশেষ দল গঠন করা হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানায় বন বিভাগ।