হাসপাতালে আনার পথে ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যু

সারা বাংলা: হাসপাতালে আনার পথে ডেঙ্গুতে আক্রান্ত এক তরুণীর মৃত্যু হয়েছে। এই ঘটনাটি ঠাকুরগাঁও থেকে দিনাজপুরে আনার পথে ঘটে।

দিনাজপুর সদর হাসপাতালের চিকিৎসক ফারহানা আক্তার জানান, শুক্রবার বিকেলে আপি রানী রায় নামে এই তরুণীকে তাদের হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেঙ্গা গ্রামের অনুকূল চন্দ্র রায়ের মেয়ে।

চিকিৎসক ফারহানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৫ অগাস্ট ঠাকুরগাঁও সদর হাসপাতালে পরীক্ষায় অপির ডেঙ্গু ধরা পড়ে। তাকে সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে তাকে এক ব্যাগ রক্তও দেওয়া হয়। শুক্রবার তার অবস্থার অবনতি হলে দিনজপুরে আনা হয়।

“আমাদের হাসপাতালে অপিকে কোনো চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।”

অপির বাবা অনুকুলচন্দ্র বলেন, অপি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকায় কোচিং করছিলেন। গত ৪ অগাস্ট জ্বর নিয়ে বাড়ি ফেরেন। পরদিন তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হয়।