২০২০-২১ বাজেটে স্বাস্থ্য-কৃষি খাতে বাড়ছে ৪৬৭৭ কোটি টাকা

বিশেষ প্রতিবেদকঃ করোনাভাইরাসের ক্ষতি মোকাবেলা করতে আগামী অর্থবছরের (২০২০-২১) বাজেটে স্বাস্থ্য ও কৃষি খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে। এ দুটি খাত মিলে চলতি অর্থবছরের সংশোধিত এডিপির তুলনায় বাড়ানো হচ্ছে প্রায় ৪ হাজার ৬৭৭ কোটি টাকা। এছাড়া এ সংকটময় সময়ে শিল্প ও সেবা খাত যখন স্থবির তখই ‘বিপদের বন্ধু’ হিসেবে দাঁড়িয়েছে কৃষি খাত। বোরো ফলন ভালো হওয়ায় খাদ্য নিরাপত্তা তেমন কোনো ঝুঁকির মুখে নেই।

তাই বিদ্যমান পরিস্থিতিতে স্বাস্থ্যের পাশাপাশি কৃষি খাতও বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নতুন বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এ বাড়তি বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এখন প্রকল্পভিত্তিক বরাদ্দ নির্ধারণের কাজ করছে পরিকল্পনা কমিশন। এ প্রসঙ্গে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, আগামী অর্থবছরে স্বাস্থ্য ও কৃষি এ দুই সেক্টরে বিশেষ নজর দেয়া হচ্ছে। করোনার কারণে স্বাস্থ্য খাতে বাড়তি বরাদ্দের চাপ রয়েছে। অর্থাৎ বর্তমান পরিস্থিতি মোকাবেলায় নতুন নতুন প্রকল্প নেয়া হচ্ছে। ইতোমধ্যেই বিশ্বব্যাংকের ঋণে একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণে আরও একটি প্রকল্প প্রক্রিয়াকরণের কাজ প্রায় শেষ। এরকম আরও প্রকল্প আসছে কোভিড-১৯ নিয়ন্ত্রণের জন্য। তাই আগামী অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাত বিশেষ গুরুত্ব পাওয়াটাই স্বাভাবিক। এদিকে কৃষি হচ্ছে আমাদের অর্থনীতির মূল প্রাণ। এ বিপদের দিনে বন্ধুর মতো কৃষি আমাদের সহায়তা করেছে। বোরোর বাম্পার ফলন হওয়ায় দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। তাই কৃষি খাতকে এগিয়ে নিতে যা করা প্রয়োজন তাই করা হবে। ফলে এ খাতও পেয়েছে আলাদা নজর।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা ও পরিবার কল্যাণ সেক্টরে বরাদ্দ রয়েছে ১০ হাজার ১০৮ কোটি ৪৯ লাখ টাকা। ৭৮টি প্রকল্প বাস্তবায়নে এ অর্থ ব্যয় হচ্ছে। আগামী অর্থবছরের এডিপিতে এ সেক্টরে বরাদ্দ দেয়া হচ্ছে ১৩ হাজার ৩৩ কোটি টাক। ফলে সংশোধিত এডিপির তুলনায় বরাদ্দ বাড়ছে দুই হাজার ৯২৪ কোটি ৫১ লাখ টাকা। তবে মূল এডিপির তুলনায় কিছুটা বরাদ্দ কমছে। চলতি অর্থবছরের মূল এডিপিতে এ সেক্টরের ৬২ প্রকল্পের বিপরীতে বরাদ্দ ছিল ১৩ হাজার ৫৫ কোটি ৪৭ লাখ টাকা। সেই তুলনায় বরাদ্দ কমছে ২২ কোটি ৪৭ লাখ টাকা।

এডিপি তৈরির দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনা বিভাগের সচিব মো. নূরুল আমিন বলেন, আমরা এডিপি যখন সংশোধন করি তখন এটিই হয়ে যায় মূল এডিপি। আগের কী বরাদ্দ ছিল না ছিল, সেটি দেখা হয় না। সুতরাং সংশোধিত এডিপির তুলনায় অনেক টাকাই বরাদ্দ বেড়েছে স্বাস্থ্য সেক্টরে। করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বাস্থ্য ও কৃষি খাত বিশেষ গুরুত্ব পাচ্ছে।

এছাড়া চলতি অর্থবছরের আরএডিপিতে কৃষি সেক্টরে বরাদ্দ রয়েছে ৬ হাজার ৬৭২ কোটি ১১ লাখ টাকা। ১৮৩টি প্রকল্প বাস্তবায়নে এ অর্থ ব্যয় হচ্ছে। আগামী অর্থবছরের এডিপিতে এ সেক্টরে বরাদ্দ দেয়া হচ্ছে ৮ হাজার ৪২৪ কোটি টাকা। ফলে আরএডিপির তুলনায় বরাদ্দ বাড়ছে এক হাজার ৭৫১ কোটি ৮৯ লাখ টাকা। কৃষি সেক্টরের নতুন এ বরাদ্দ চলতি অর্থবছরের মূল এডিপির তুলনায়ও বেশি। মূল এডিপিতে বরাদ্দ ছিল ৭ হাজার ৬১৫ কোটি ৯৩ লাখ টাকা। এ হিসাবে বৃদ্ধি পাচ্ছে ৮০৮ কোটি টাকা।

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ও কৃষি অর্থনীতিবিদ সমিতির সাবেক সভাপতি ড. শামসুল আলম এ বাড়তি বরাদ্দকে স্বাগত জানিয়েছেন।

তিনি বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় বাজেটে অবশ্যই স্বাস্থ্য ও কৃষি খাতকে গুরুত্ব দিতে হবে। এর বিকল্প কিছু নেই। কেননা একদিকে মানুষের জীবন বাঁচানো, অন্যদিকে বেঁচে থাকার অন্যতম উপাদান খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রশ্ন। তাই বরাদ্দ বাড়ানোর এ সিদ্ধান্ত ঠিকই আছে। করোনার প্রভাব বলতে গেলে সব খাতেই পড়েছে। কিন্তু কৃষি খাতে খুব বেশি নেতিবাচক প্রভাব পড়েনি। সংকটকালীন কৃষিই হয়েছে অন্যতম বন্ধু। ফলে চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধির যে ধস নামার কথা, সেটি আমাদের দেশে হবে না। বরং ৫ থেকে ৬ শতাংশের মধ্যেই থাকবে প্রবৃদ্ধির হার।