২১শে আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী তারেক জিয়াঃ মেয়র নাছির

নিজস্ব প্রতিনিধিঃ ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ওপর হামলা আন্তর্জাতিক সন্ত্রাস। জাতির পিতার কন্যা ও গণতন্ত্রের মানসকন্যাকে হত্যাচেষ্টার ঘটনা বিশ্ব ইতিহাসে নজিরবিহীন নিন্দনীয় অপরাধ। অথচ বিশ্ব সভ্যতার ধারক বাহক দাবিদাররা লন্ডনে সেই হামলার মূল পরিকল্পনা বিএনপি নেতা তারেক রহমানকে আশ্রয় দিয়েছে।
বুধবার (২১ আগস্ট) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে তারেকসহ খুনিদের ঘৃণা জানানো ও আন্তর্জাতিক অপরাধের অভিযোগে যথাযথ করণীয় নির্ধারণের লক্ষ্যে জাতিসংঘসহ বিশ্ববিবেকের কাছে চট্টগ্রাম নাগরিক উদ্যোগের খোলা চিঠি পাঠানোর কর্মসূচিতে মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন।
চট্টগ্রাম নাগরিক উদ্যোগ আহ্বায়ক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর কমান্ডার মোজাফফর আহমেদ, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রফেসর ডা. একিউএম সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা গবেষক প্রফেসর মুহাম্মদ ইদ্রিস আলী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) বোর্ড সদস্য স্থপতি আশিক ইমরান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ ও প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নগর আওয়ামী নেতা বিজয় কুমার চৌধুরী কিষান, ওয়ার্ড কাউন্সিলর ও চউক বোর্ড সদস্য হাসান মুরাদ বিপ্লব, বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম নগর সভাপতি পিনাকী দাশ, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক সংগঠক দেওয়ান মাকসুদ আহমেদ, নগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার ও সাবেক সম্পাদক সুমন দেবনাথ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল কান্তি দে, ১৪দল নেতা ন্যাপ সাংগঠনিক সম্পাদক মিটুল দাশগুপ্ত, নজরুল সঙ্গীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক দীপেন চৌধুরী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সংস্কৃতি সংগঠক খোরশেদ আলম।
মেয়র বলেন, বিএনপি শুধু তৎকালীন বিরোধীদলীয় নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টাই করেনি, জজমিয়া নাটক সাজিয়ে দেশের মানুষ ও বিশ্ববিবেকের সঙ্গে প্রতারণা করেছে।
তাই উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম নাগরিক উদ্যোগের এ ‘বিশ্ববিবেকের কাছে খোলা চিঠি প্রেরণ’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেও উল্লেখ করেন মেয়র ।
সমাবেশের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, এ খোলা চিঠির মাধ্যমে আমরা মূলত স্বাধীন বাংলাদেশে জাতির পিতাকে হত্যার পর তার রাজনৈতিক ও আদর্শিক উত্তরাধিকারকে হত্যাচেষ্টার মধ্য দিয়ে গণতন্ত্রবিরোধী ও গণবিদ্বেষী শক্তি কীভাবে মানুষের অধিকার এবং নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক অপরাধ করেছে তা-ই বিশ্ববিবেকের কাছে তুলে ধরেছি।
বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। আয়োজকরা কালোব্যাজ ধারণ করেন। আকাশের ঠিকানায় দেওয়া খোলা চিঠিতে সংযুক্ত বেলুনে নানা রঙের মিশেলের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন মহাদেশের প্রতীকী রূপ তুলে ধরা হয়। বিশ্ববিবেকের কাছে আহ্বান জানানো হয়, খুনিদের ঘৃণা ও ঘটনাটির মামলার রায় বাস্তবায়নে সহযোগিতা করার।