৬ হাজার বছর আগে সুনামিতে

আন্তর্জাতিক ডেস্ক : এখন থেকে প্রায় ৬ হাজার বছর আগে সুনামিতে মারা যাওয়া এক ব্যক্তির মাথার খুলি পেয়েছেন বিজ্ঞানীরা।

পাপুয়া নিউ গিনিতে পাওয়া এই মাথার খুলি পরীক্ষা-নিরীক্ষা করে বিজ্ঞানীরা বলছেন, জানামতে পৃথিবীর সবচেয়ে প্রাচীন সুনামিতে মারা গিয়েছিলেন লোকটি।

পাপুয়া নিউ গিনির আইতাপে শহরের কাছে ১৯২৯ সালে মাথার খুলিটি পাওয়া যায়। আধুনিক মানুষের পূর্বপুরুষ ‘হোমো ইরেকটাস’ প্রজাতির অন্তর্ভুক্ত ছিলেন লোকটি।

বিজ্ঞানীরা বিশ্বাস করেন, আইতাপে শহর ও এর আশপাশের অঞ্চল একটি উপহ্রদের অন্তর্গত ছিল। প্রায় ৬ হাজার বছর আগে ওই অঞ্চলে ভয়াবহ সুনামি হয়। বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল আইতাপে অঞ্চলের পলিমাটির সঙ্গে ১৯৯৮ সালে সুনামিতে ক্ষতিগ্রস্ত পার্শ্ববর্তী অঞ্চলের পলিমাটির পরীক্ষা করার পর এ সিদ্ধান্তে উপনীতি হয়েছে।

নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের গবেষক ও এ-সংক্রান্ত গবেষণাপত্রের প্রথম লেখক অধ্যাপক জেমস গোফ বলেছেন, ‘হাড় নিয়ে যথেষ্ট গবেষণা করা হলেও যেখানে সেটি পাওয়া গেছে এর আগে ওই অঞ্চলের পলিমাটির ওপর খুবই কম নজর দেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, পলিমাটির ভৌগোলিক সাদৃশ্য থেকে প্রতীয়মান হয়, হাজার হাজার বছর ধরে ওই অঞ্চলের মানুষ সুনামির মুখে পড়তে অভ্যস্ত। আমাদের জানামতে, তিনিই সুনামিতে মারা যাওয়া প্রথম ব্যক্তি।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন