টঙ্গীতে ছাত্রলীগকর্মী নাহিদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

অমল ঘোষ. টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীতে সন্ত্রাসীদের ছুঁরিকাঘাতে ছাত্রলীগকর্মী প্রিন্স মাহমুদ নাহিদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে থানা ছাত্রলীগ ও এলাকাবাসী। গতকাল শুক্রবার জুমার নামাজের পর ষ্টেশন রোড টঙ্গী পুর্ব থানার সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় এলাকাবাসীসহ ছাত্রলীগ নেতারা তাদের বক্তব্যে বলেন, অবিলম্বে প্রিন্স মাহমুদ নাহিদ হত্যা মামলার এজাহার নামীয় আসামী ও ঘটনায় জড়িতদেরকে তদন্ত সাপেক্ষে গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমুলক শাস্ত দাবি করেন।

এসময় নিহতের পিতা মো. জহুরুল ইসলাম, বড় ভাই পারভেজ ও থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশিউর রহমান সরকার বাবু, কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মনজুর, ৫৬নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি মিঠু, ৪৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রোমান, থানা ছাত্রলীগের সদস্য নাজমুল, ফাহিদ আল নুর, তুহিন, আরাফাত, রাব্বিসহ এলাকাবাসী মানববন্ধনে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ঃ গত ১ মার্চ শুক্রবার রাতে পূর্ব বিরোধের জের ধরে টঙ্গী বাজারস্থ মাতবর বাড়ি এলাকায় একদল চিহ্নিত সন্ত্রাসীর ছুঁরিকাঘাতে প্রিন্স মাহমুদ নাহিদ (২৬) নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়। এসময় সফিক (২৭) নামে একজন আহত হয়েছে। নিহত নাহিদ টঙ্গী পুর্ব থানার বনমালা এলাকার জহুরুল ইসলামের ছেলে। সে উত্তরার মমতাজ উদ্দিন বিজনেস এন্ড ডিপ্লোমা ইন্সটিটিউটে ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত ছিল। এ ঘটনায় নাহিদের পিতা জহুরুল ইসলাম বাদী হয়ে ১১জনকে এজাহারনামীয় আসামী করে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।