অন্যতম সেরা ক্লাব চেলসির ফুটবলার কেসেই পালমার

ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব চেলসির ফুটবলার কেসেই পালমার। পেশাদার সিনিয়র ক্যারিয়ারের সূচনাটা স্টামফোর্ড ব্রিজেই ক্লাবটিতেই হয়ে তার।

এর আগে চেলসির জুনিয়ার টিমে খেলেও আলো ছড়িয়েছেন তিনি। তবে চেলসিতে নাম লেখালেও বর্তমানে হুদার্সফিল্ড টাউনের হয়ে ধার হিসেবে খেলছেন পালমার। নিজের আইডল হিসেবে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির কথা জানিয়েছেন তিনি। ইংলিশ এ ফুটবলার মেসিকে নিজের শিক্ষক মনে করেন।

গতবার চেলসির হয়ে টানা দ্বিতীবারের মতো উয়েফা লিগের ট্রফি জেতেন পালমার। এছাড়া এফএ ইয়্যুথ কাপে চেলসির শিরোপা জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা তার। বর্তমানে নর্থ ইংল্যান্ডের ক্লাব হুদার্সফিল্ড টাউনের হয়ে খেললেও মেসির প্রতি রয়েছে পালমারের অন্যরকম ভালবাসা।

মেসি ও বার্সেলোনার প্রতি ভালবাসার কথা জানিয়ে পালমার বলেন, ‘বার্সেলোনার খেলার ধরন পছন্দ করি বলে আমি সবসময় টেলিভিশনে তাদের খেলা দেখি। আমি ক্লাবটির খেলোয়াড় মেসি, নেইমার এবং সুয়ারেজদের মতো হওয়ার স্বপ্ন দেখি। বর্তমানে মেসি আমার প্রিয় ফুটবলার। আমি তার প্রতিটি ম্যাচ দেখার চেষ্টা করি। তার খেলার ধরন নিয়ে স্টাডি করি। সে আমার শিক্ষকের মতোই। তার বল পায়ে ছুটা আমাকে বিস্মিত করে। বিশ্বের খুব কম ফুটবলারই তার মতো প্রতিভা নিয়ে জন্মায়।’