
ক্রীড়া ডেস্ক : প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে মর্যাদার এল ক্লাসিকোতে রিয়ালের বিপক্ষে জয় পায় বার্সা। ওই ম্যাচে দল জয় পেলেও রেফারির কাছ থেকে অপমানিত হওয়ার কথা জানিয়েছেন বার্সা মিডফিল্ডার ইভান রাকিটিচ।
মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে রিয়াল ও বার্সার মধ্যকার ম্যাচে রেফারি ছিলেন জেইর মারুফো। ওই রেফারির কাছ থেকে অপমানিত হওয়ার কথা জানিয়ে রাকিটিচ বলেছেন, ‘যারা জানেন বুঝতে পারবেন আমাকে সহজেই উত্তপ্ত করা কঠিন। কিন্তু ওই রেফারি আমাকে রাগিয়েছেন। তিনি ৩ বার বেশ জোরালোভাবে আমাকে অপমান করেছেন। আমি সর্বদাই তাদের প্রতি সম্মান প্রদর্শন করে থাকি। কিন্তু বিনিময়ে সম্মান না পাওয়া আমার কাছে অপছন্দের।’
প্রাক-মৌসুম সফর নিয়ে রাকিটিচ বলেন, ‘এখনো কিছুটা বাকি, তবে এই সফরটা বেশ ইতিবাচক। এর মধ্য দিয়ে আমাদের পারফরম্যান্স আলাদা একটি ছন্দ খুঁজে পেয়েছে। অনুশীলনে আমরা বেশ পরিশ্রম করছি। আপনি জিতলে সেটা আরো বেশি উপভোগ করতে চাইবেন।’
বর্তমান পারফরম্যান্স বিবেচনায় রিয়ালের সঙ্গে বার্সার তুলনা টেনে রাকিটিচ বলেন, ‘আমরা রিয়ালের সঙ্গে ভবিষ্যতের ম্যাচগুলো বিবেচনা করব। যুক্তরাষ্ট্রে এটা প্রীতি ম্যাচ ছিল। তবে যেকোনো জয়ই আত্মবিশ্বাস জোগান দেয়। সুপার কাপের ম্যাচ কিছুটা ভিন্ন হতে পারে। কেননা আমরা সেখানে শিরোপার জন্য খেলব, যা বেশ গুরুত্বপূর্ণ।’