অপরাজিত ২০২ রানের ইনিংস মাত্র ১৬ বছর বয়সে

ক্রীড়া ডেস্ক : ৪ বছর বয়সে তার ক্রিকেটে হাতেখড়ি। ১৩ বছর বয়সেই মুম্বাই অনূর্ধ্ব-১৯ দলে জায়গা করে নিয়েছেন। নিয়মিত রান পাচ্ছেন। তাতে তার ব্যাটিং গড়ও চোখ কপালে তোলার মতো। কিন্তু রোববার নিজেকে আরো উচ্চতায় নিয়ে গেলেন মুম্বাই অনূর্ধ্ব-১৯ দলের ১৬ বছর বয়সী কিশোরী ক্রিকেটার জেমাইমা রদ্রিগেজ।

অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট টুর্নামেন্টে সৌরাষ্ট্রের বিপক্ষে রোববার মুম্বাই অনূর্ধ্ব-১৯ দল প্রথমে ব্যাট করতে নামে। মুম্বাইর অধিনায়ক জেমাইমা ১৬৩ বল মোকাবেলা করে অপরাজিত ২০২ রানের ইনিংস খেলে তাক লাগিয়ে দেন। তার এই ইনিংসে ২১টি চারের মার থাকলেও কোনো ছক্কা ছিল না। স্ট্রাইক রেট ছিল ১২৪। তার ডাবল সেঞ্চুরিতে ভর করে ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৪৭ রান সংগ্রহ করে মুম্বাই। দ্বিতীয় উইকেট জুটিতে এস রাউতের সঙ্গে জেমাইমা ৩০০ রান তোলেন!

তিন ম্যাচে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ১৪২ বলে ১৭৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তার সেই ইনিংসে ভর করে গুজরাটের বিপক্ষে মুম্বাই ৫০ ওভারে ৩২৩ রান সংগ্রহ করেছিল।

জেমাইমা ভারতের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় কোনো কিশোরী ক্রিকেটার যিনি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। তার আগে ভারত মহিলা ক্রিকেট দলের বর্তমান উদ্বোধনী ব্যাটসম্যান স্মৃতি মান্ধানা মহারাষ্ট্রের হয়ে গুজরাটের বিপক্ষে মাত্র ১৫০ বলে রেকর্ড ২২৪ রানের ইনিংস খেলেছিলেন।

জেমাইমা রদ্রিগেজের সবশেষ পাঁচটি ইনিংস :
১. ৫২ বলে ৫৩ রান
২. ৮৩ বলে ১০০ রান
৩. ১১৬ বলে ১৫৩ রান
৪. ১৪২ বলে ১৭৮ রান
৫. ১৬৩ বলে ২০২* রান।

তার ব্যাটিং গড় ৩০০!