অভিজিৎ হত্যা মামলার পুরস্কার ঘোষিত আসামী আটক

নিজস্ব প্রতিবেদক : ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডে আবু সাকিব ওরফে সোহেল নামের সন্দেহভাজন খুনিকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) একটি দল। সোহেলকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

রোববার রাতে মোহাম্মদপুরের ইকবাল রোডে অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করা হয়। সোহেল নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (সাবেক আনসারুল্লাহ বাংলা টিম) ইন্টেলিজেন্স শাখার সদস্য।

সোহেলকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল বলেছে, তাদের সংগঠনের বড় ভাই জিয়ার (মেজর জিয়া) নির্দেশে সে ওই হত্যাকাণ্ডে অংশ নেয়।’

মনিরুল ইসলামন জানান, এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা চলাকালে বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে ফুটপাতে কুপিয়ে হত্যা করা হয় অভিজিৎ রায়কে। ওই সময় তার সঙ্গে থাকা স্ত্রী বন্যা আহমেদও হামলার শিকার হন।

পদার্থবিদ অধ্যাপক অজয় রায়ের ছেলে অভিজিৎ থাকতেন যুক্তরাষ্ট্রে। লেখালেখির কারণে জঙ্গিদের হুমকির মুখেও বইমেলা অংশ নিতে দেশে এসেছিলেন তিনি। ঘটনার পর শাহবাগ থানায় অভিজিতের বাবার দায়ের করা মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের মধ্যে এক আসামির মৃত্যু হয়েছে।