ক্রীড়া ডেস্ক : পায়ে সফল অস্ত্রোপচারের পর হাসপাতাল ছেড়েছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তবে সুস্থ হয়ে ফিরতে নেইমারকে অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকা লাগতে পারে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।
বেলো হরিজন্তের ম্যাটের ডেই হাসপাতালে ডান পায়ে অস্ত্রেপচার সম্পন্ন হয় নেইমারের। লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকতে হবে বলে এবারের মৌসুমে পিএসজির হয়ে নেইমারের খেলা অনেকটাই অনিশ্চিত। এছাড়া জুনে শুরু হওয়া রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে নেইমারকে চেনা রূপে দেখা যাবে কিনা সেটা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। নেইমারের ফিটনেস তার বিবর্তন প্রক্রিয়ার ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।
গত ২৫ ফেব্রুয়ারি ফরাসি লিগ ওয়ানে মার্শেইয়ের বিপক্ষে অ্যাঙ্কেলে মারাত্মক চোট পান নেইমার। পরীক্ষায় দেখা যায় গোড়ালির হাড় না ভাঙলেও ডান পায়ের পাতার একেবারে ডান পাশের (পঞ্চম) হাড়ে ফ্র্যাকচার হয়েছে। ডাক্তারি ভাষায় যাকে বলে ফিফথ মেটাটারসাল। বিশ্বকাপের আগে ঝুঁকি এড়াতে পিএসজি ও ব্রাজিলের মেডিকেল স্টাফদের পরামর্শে নেইমারের অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়।
হাসপাতাল থেকে ব্যক্তিগত জেট বিমানে রিও ডি জেনিরোর ম্যানগারাতিবায় নিজের বিলাশবহুল বাড়িতে গেছেন নেইমার। তবে প্যারিসে কবে ফিরছেন তা এখনো নিশ্চিত নয়।


