
মনির হোসেন জীবনঃ র্যাবের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক নিবন্ধনবিহীন, নিয়ম বহির্ভূত, অস্বাস্থ্যকর ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করার অপরাধে বিভিন্ন ক্লিনিকের ১৩ জনকে ২১,৫০,০০০/-টাকা জরিমানা এবং ০৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান।
১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে এ পযন্ত অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, মাদক ব্যবসায়ী, ধর্ষনকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও জনস্বাস্থ্য রক্ষা এবং সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিতকল্পে র্যাবের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে আসছে।
২। এরই ধারাবাহিকতায় র্যাব-১২, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল গত ২১ নভেম্বর ২০১৭ তারিখে র্যাব সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ গাউছুল আজম এর নেতৃত্বে কুষ্টিয়া জেলার সদর থানাধীন বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নিবন্ধনবিহীন, নিয়ম বহির্ভূত, অস্বাস্থ্যকর ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করার অপরাধে (১) একতা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ০২ জনকে ৩,০০,০০০/- টাকা জরিমানা এবং ০১ জনকে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড, (২) নিউ সান ডায়াগনষ্টিক সেন্টার এন্ড (প্রাঃ) হসপিটাল এর ০২ জনকে ৪,০০,০০০/- টাকা জরিমানা এবং ০১ জনকে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড, (৩) কুষ্টিয়া অর্থোপেডিক এন্ড জেনারেল হাসপাতাল ট্রাস্ট এর ০১ জনকে ২,০০,০০০/- টাকা জরিমানা, (৪) বৈশাখী ক্লিনিক এর ০২ জনকে ৩,০০,০০০/- টাকা জরিমানা, (৫) আমিন ডায়াগনষ্টিক এন্ড মেডিক্যাল সার্ভিসেস এর ০৩ জনকে ৫,০০,০০০/- টাকা জরিমানা এবং ০২ জনকে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড, (৬) সেভ ডায়াগনস্টিক এন্ড মেডিক্যাল সার্ভিসেস এর ০২ জনকে ৩,০০,০০০/- টাকা জরিমানা, (৭) শাউন ক্লিনিক কুষ্টিয়া এর ০১ জনকে ১,৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য যে, উক্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১৩ জনকে সর্বমোট ২১,৫০,০০০/- টাকা জরিমানা এবং ০৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।