অাদিতমারীতে গাঁজা ও ফেন্সিডিল সহ অাটক- এক

এস এম আলতাফ হোসাইন সুমন লালমনিরহাট থেকেঃ লালমনিরহাটের অাদিতমারীতে পাঁচ কেজি ২০০ গ্রাম গাঁজা ও বিশ বোতল ফেন্সিডিল সহ অামিনুল ইসলাম(৪৫) নামের এক যুবককে অাটক করেছে অাদিতমারী থানার পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে এস অাই মিজানুর রহমানের নেতৃত্বে   পুলিশের একটি দল ৪ (নভেম্বর) শনিবার রাত ৯ টায় কমলাবাড়ি ইউনিয়নের মদন মোহন রাধা গোবিন্দ মন্দিরের নিকটতম এলাকায়  অভিযান চালিয়ে অামিনুল ইসলাম  নামের এই মাদক ব্যবসায়িকে অাটক করে।

পুলিশ সুত্রে জানা গেছে, ধৃত অামিনুল ইসলাম দুলালী ময়নার চওড়া এলাকার এহছানউদ্দিনের ছেলে।

সে র্দীঘ দিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত থেকে ব্যবসা করে অাসছিল। অামিনুল গ্রেফতারে এলাকায়  মাদককের সর্বনাশা কড়াল গ্রাস কমে যাবে।

এ ব্যাপারে অাদিতমারী থানার ওসি ( তদন্ত) ঘটনার সত্যাতা স্বীকার করে সাংবাদিকদেরকে বলেন,মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।   অাদিতমারী থানায় মাদক বিরোধী অাইনে একটি মামলা হয়েছে এবং অাসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।