আওয়ামী লীগের সভাপতির ওপর হামলা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ওপর হামলার ঘটনায় স্থানীয় ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার রাতে উপজেলার লড়ারকুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- লড়ারকুল গ্রামের মৃত ইউসুফ হাওলাদারের ছেলে গজালিয়া ইউপির ৮নং ওয়ার্ড সদস্য হাফিজুর রহমান (৫০) ও মাদারতলা গ্রামের মৃত বজলুর হাওলাদারের ছেলে নওশের হাওলাদার (৩৮)।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. কবিরুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জের ধরে বুধবার রাত ৮টার দিকে লড়ারহাট বাজার এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির উপর স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমানের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. আবজাল বালিসহ তিনজন আহত হন। তাদের কচুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় আবজাল বালি বাদী হয়ে কচুয়া থানায় মামলা দায়ের করেন। অপর আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।