আগুয়েরোর জন্য বিশেষ বুট

ক্রীড়া ডেস্ক : ম্যানচেস্টার সিটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন চার দিন আগে। সেই উপলক্ষটা উদযাপনের জন্য আর্সেনালের বিপক্ষে বিশেষ বুট পরে খেলতে নামবেন সার্জিও আগুয়েরো। আর্জেন্টাইন এই স্ট্রাইকারকে বুট জোড়া উপহার দিয়েছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান পিউমা।

গত বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে নাপোলির বিপক্ষে গোল করে ম্যানচেস্টার সিটির আগের সর্বোচ্চ গোলদাতা এরিক ব্রুকের ৭৮ বছরের রেকর্ড ভাঙেন আগুয়েরো। প্রাক্তন ফরোয়ার্ড ব্রুকের ১৭৭ গোল ছাড়িয়ে আগুয়েরোর গোল হয়েছে ১৭৮টি। উত্তেজনাপূর্ণ ম্যাচে নাপোলিকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে পেপ গার্দিওলার দল।

নতুন রেকর্ড গড়ার জন্য আগুয়েরোকে বিশেষ ‘ডন গোল্ড বুট’ উপহার দিয়েছে পিউমা। সেই বুট জোড়া পরেই রোববার ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনালের বিপক্ষে খেলতে নামবেন সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার।

নাপোলির বিপক্ষে রেকর্ড গড়া ম্যাচে পরা নিজের ১০ নম্বর জার্সিটি আট বছরের ছেলে বেনজামিনকে দিয়ে দিয়েছেন আগুয়েরো। ধন্যবাদ জানিয়েছেন তার সতীর্থদের। ম্যাচের পর আগুয়েরো বলেন, ‘এই মুহূর্তের জন্য আমি অনেক খুশি। কিন্তু আমাকে এভাবেই এগিয়ে যেতে হবে। মৌসুমটা অনেক বড়। আমরা শেষ ষোলোতে ওঠায় আমি খুশি।’

‘আমি শুধু জয়ের কথা ভেবেছি। এটাই আমার মাথায় ছিল। আমি আমার সতীর্থদের জন্য অনেক খুশি, কারণ প্রতিটা ম্যাচে তারা আমাকে সাহায্য করেছে এবং সমর্থন দিয়েছে। এটা আমার পরিবার ও বন্ধুদের জন্য অনেক কঠিন’- যোগ করেন আগুয়েরো।