
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আজিমপুরে আওয়ামী লীগের কর্মী সমাবেশ ঘিরে দলের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তারা দলীয় প্রতিপক্ষের মোটর সাইকেল ভাংচুর করে ও তাতে আগুন ধরিয়ে দেয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে আজিমপুর, নিউমার্কেট এলাকাকে কেন্দ্র করে যানজট লেগে যায় এবং তা ভয়াবহ আকার ধারণ করে।
স্থানীয় সূত্র জানিয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের সমর্থকরা আজিমপুর বাস স্ট্যান্ডের সামনে থেকে সমাবেশ স্থলে আসতে চাইলে লাঠিসোটা নিয়ে অপর পক্ষ ধাওয়া দেয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়।
এর আগে সকালে আজিমপুরে পার্ল হারবাল কমিউনিটি সেন্টারের (ভিকারুননিসা স্কুলের পাশে) সামনের রাস্তায় কে বা কারা ডাস্টবিনের ময়লা ফেলে যায়। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে ১১টায় সেখানে আওয়ামী লীগের কর্মী সমাবেশ ডেকেছিল ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগ। পাশেই ডিএসসিসির মেয়র সাঈদ খোকনের সমর্থকদের পাল্টা কর্মসূচি ছিল।
পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইব্রাহিম খান দুপুরে বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানিয়েছেন, একই জায়গায় দুটি গ্রুপ সমাবেশ করতে চেয়েছিল। এতে উত্তেজনার সৃষ্টি হলে আমরা রাস্তায় থাকা গ্রুপটিকে সরিয়ে দেই। কারণ, তাদের সমাবেশের কোনও অনুমতি ছিল না। এখন অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’