আজ খেলবেন না নেইমার

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে সব শেষ ম্যাচে দূর্বল দল অ্যান্ডারলেখটকে গোল বন্যায় ভাসিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই। ওই ম্যাচে দলের হয়ে খেলতে নেমে উরুতে চোট পেয়েছেন নেইমার। পুরো ফিটনেস না থাকায় লিগ ওয়ানে আজ অঁজির বিপক্ষে থাকছেন না বিশ্বের সবচেয়ে দামি এ তারকা। নেইমার ছাড়াও পিএসজির আরও চার তারকা খেলোয়াড়কে লিগ ওয়ানের আজকের ম্যাচে দেখতে পাবে না ভক্তরা। অ্যাঙ্গেল ডি মারিয়া ও মার্কিনিয়োসের স্ত্রী এই সপ্তাহে সন্তান জন্ম দিতে পারেন। তাই ম্যাচটিতে থাকতে পারছেন না এই দুই খেলোয়াড়। আর হাঁটুর চোটে পড়েছেন চিয়াগো মোত্তা। চলতি মৌসুমে দারুণ ফর্মে পিএসজি। লিগে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে ফরাসি লিগ চাম্পিয়নরা। লিগ পয়েন্ট টেবিলে ১১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। দলটির হয়ে দারুণ ফর্মে রয়েছেন বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেওয়া নেইমার ও এডিনসন কাভানি। এস্তাদিও রেয়মন্ড কোপায় আজ বাংলাদেশ সময় রাত ১০টায় পিএসজিকে আতিথ্য দেবে অঁজি