আজ শুরু হলো বিপিএল

ক্রিকেট ডেস্ক : আর মাত্র কয়েক ঘন্টা। এরপরই শুরু হবে টি-টোয়েন্টি ক্রিকেটের জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। চার-ছক্কার ধুন্ধুমার টুর্নামেন্টের পঞ্চম আসরের পর্দা উঠতে যাচ্ছে আজ দুপুরে। প্রথমবারের মতো রাজধানী ঢাকার বাইরে বিপিএলের যাত্রা শুরু হচ্ছে। ভাগ্যবান সিলেটীরা। প্রথমবারের মতো বিপিএল হচ্ছে এ শহরে, পাশাপাশি প্রথমবারের মতো সিলেট দিয়েই বিপিএলের যাত্রা শুরু। স্থানীয়দের আনন্দ দ্বিগুণ করতে বিপিএল গভর্নিং কাউন্সিল প্রথম ম্যাচেই মাঠে নামিয়ে দিয়েছে ঘরের দল সিলেট সিক্সার্সকে। প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হেভিওয়েট ঢাকা ডায়নামাইটস। দুই দলের জমজমাট ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। মুখোমুখি হচ্ছেন সাকিব আল হাসান ও নাসির হোসেন।

দুপুরের উত্তেজনার পর রাতের অন্ধকারে কৃত্রিম আলোয় মাঠে নামবে আরেক হেভিওয়েট দল রংপুর রাইডার্স। তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং রানার্সআপ রাজশাহী কিংস। মাশরাফি ও ড্যারেন স্যামির দলের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়।
প্রথমবারের মতো সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএল। এ নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই। তবে টিকিট নিয়ে তাদের রয়েছে অনেক আক্ষেপ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা ১৮ হাজার। কিন্তু টিকিটের চাহিদা ধারণ ক্ষমতার দ্বিগুণ।

অসাধারণ, অনিন্দ্যসুন্দর সিলেট স্টেডিয়ামে মুগ্ধ দেশি-বিদেশি ক্রিকেটাররা। তবে ২২ গজের চরিত্র কেমন? মাশরাফি, সাকিব সবাই হাই স্কোরিং ম্যাচের প্রত্যাশা করছেন। বিগত বিপিএলে সীমিত সংখ্যক ম্যাচ ছাড়া খুব কম ম্যাচেই রান উৎসব হয়েছে। এবার নতুন ভেন্যুতে শুরুটা কেমন হয় সেটাই দেখার।

দল হিসেবে ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স কাগজে কলমে সেরা। বাকি চার দলের স্কোয়াডও যথেস্ট শক্তিশালী। তবে নির্দিষ্ট দিনে ভাগ্য যাদের পাশে থাকবে তারাই শেষ হাসিটা হাসবে। আগের দুই আসরের থেকে এবারের বিপিএলে আসছে পরিবর্তন। পাঁচ বিদেশি ক্রিকেটার এবার একাদশে খেলার অনুমতি দিয়েছেন আয়োজকরা। দেশের ক্রিকেটের উন্নয়নে বিপিএল আয়োজন করা হলেও বিদেশি ক্রিকেটারদের হাইপ সবথেকে বেশি।

প্রস্তুতি, পরিকল্পনা সাজানোর পালা শেষ। এবার মাঠে নামার অপেক্ষা। চায়ের শহরে ব্যাট-বলের ঢুকঢাক শব্দ নিঃসন্দেহে ক্রিকেটপ্রেমিদের মন ভরিয়ে দেবে। উদ্বোধনী অনুষ্ঠান ছাড়া শুরু হচ্ছে বিপিএল। তবে মাঠে উপস্থিত দর্শকদের মাতাবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শুভ্রদেব।

শুরু হচ্ছে বিপিএল। ৬ নভেম্বর, বিশ্রামের দিন ছাড়া প্রতিদিন অনুষ্ঠিত হবে দু’টি করে ম্যাচ। চার-ছক্কার ঝড় তুলে সিলেটে মেতে উঠুক বিপিএল, এমন প্রত্যাশায় ক্রিকেটপ্রেমিরা।