আনোয়ারার পাশে দাঁড়াবে শিল্পী সমিতি

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী আনোয়ারা। আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ অভিনেত্রী বর্তমানে অর্থ সংকটে ভুগছেন। ১৩ জুলাই এই অভিনেত্রীর স্বামী মহিতুল ইসলাম স্ট্রোক করেন। তার চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয় হচ্ছে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তার এ বিপদে পাশে দাঁড়াবে বলে জানান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘শিল্পীদের সকল সমস্যায় আমরা পাশে থেকেছি এবং থাকবো। আনোয়ারা ম্যাডামের এই বিপদে আমরা অবশ্যই পাশে থাকবো। আমরা তার স্বামীর রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।’

কিছুদিন আগে প্রযোজকদের কাছে আনোয়ারার পারিশ্রমিকের বকেয়া টাকা ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি।

আনোয়ারার স্বামী মহিতুল ইসলাম রাজধানীর আগারগাঁওয়ে একটি হাসপাতালে ডা. দীন মোহাম্মদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।