আপিল বিভাগের সঙ্গে আইনমন্ত্রীর বৈঠক হবে ১৬ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক : নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশের বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের অন্য বিচারপতিদের সঙ্গে আইনমন্ত্রীর বৈঠক হবে ১৬ নভেম্বর।

বুধবার আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজাউল করিম বলেন, অনিবার্য কারণবশত বৃহস্পতিবারের পরিবর্তে ১৬ নভেম্বর বৈঠক হবে।

এর আগে গত ৫ নভেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম জানিয়েছিলেন, বৃহস্পতিবার ৯ নভেম্বর বৈঠকটি হতে পারে।

১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় (বিচার বিভাগ পৃথকীকরণ) ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।