নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ আব্দুল মান্নান (৪৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। নিহত মান্নান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দরবেশপুর গ্রামের মৃত নজু মিয়ার ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. তরিকুল ইসলাম জানান, আব্দুল মান্নান ঢাকার মতিঝিল থানার একটি মাদক মামলার আসামি। তাকে গত ১৭ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়। মঙ্গলবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি সকাল সাড়ে ১১টার দিকে মারা যান।
শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, মান্নানকে মৃত অবস্থায় এ হাসপাতালে আনা হয়েছে।


