
অর্থনৈতিক প্রতিবেদক : অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) মো. নজিবুর রহমান বলেছেন, ‘আবাসন শিল্পের রাজস্ব সংক্রান্ত যে জটিলতা এতদিন ছিল তা আর থাকবে না। ইতোমধ্যে এ শিল্পের আটটি সমস্যা চিহ্নিত করা হয়েছে। এসব সমস্যা সুষ্ঠুভাবে সমাধান করা হবে।’ শনিবার রাজধানীর হোটেল পূর্বানী ইন্টারন্যাশনালে ‘রিহ্যাব-এনবিআর যৌথ সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, আবাসন শিল্পের বিভিন্ন সমস্যা গভীর মনোযোগের দাবি রাখে। এনবিআর-রিহ্যাব একসঙ্গে বসে এ বিষয়ে আলোচনা করা হবে। আবাসন শিল্পের রাজস্বসংক্রান্ত জটিলতা আর থাকবে না। ভবিষ্যতে আবাসন শিল্পকে একটি সম্ভাবনাময় শিল্প হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। তিনি আরো বলেন, গত এক সপ্তাহ ধরে এনবিআর সারা দেশে আয়কর মেলার মাধ্যমে করসেবা দিয়েছে। এতে সম্মানিত করদাতারা ব্যাপক সাড়া দিয়েছেন। এ সাড়ায় এনবিআর উৎসাহিত হয়েছে। এনবিআরকে এখন আর কালেক্টর বলা ঠিক না। মেলায় আমরা বলেছি, আমরা উৎসাহ দেই, ফ্যাসিলেটেড করি আর জনগণ কর দেন। আমরা নিজেদেরকে বৃত্তের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। গত পয়লা বৈশাখে রাজস্ব হালখাতা করা হয়েছে। আয়কর মেলায় নতুন নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মেলায় প্রথমবার কর বাহাদুর পরিবার সম্মাননা দেওয়া হয়েছে। যা মানুষের মাঝে সাড়া ফেলেছে। নজিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল্যবান দিকনির্দেশনা হলো- বাংলাদেশে যেসব সম্ভাবনাময় শিল্প আছে সেগুলোর দিকে নজর দিতে হবে। সে অনুযায়ী এনবিআর আবাসন খাতে নজর দিচ্ছে। কিছু নীতিগত সহযোগিতা অগ্রাধিকারভিত্তিতে দেওয়া হবে, যাতে এ শিল্পের যে অমিত সম্ভাবনা আছে সেগুলোকে ফিরিয়ে আনা সম্ভব হয়। রিহ্যাব-এনবিআর পার্টনারশিপ জোরদার হবে, এ আশা প্রকাশ করে এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা ২০১৯ সাল থেকে নতুন ভ্যাট আইন কার্যকর করব। এ আইন বাস্তবায়নে আগামী দুই অর্থবছর রিহ্যাব-এনবিআর যৌথভাবে কাজ করবে। প্রত্যক্ষ আয়কর আইনের সংস্কার করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলা এবং ইংরেজিতে যত তাড়াতাড়ি সম্ভব একটি গণমুখী নতুন আয়কর আইন করতে এনবিআর কাজ করছে। এ আইনের ক্ষেত্রে রিহ্যাব লিখিতভাবে মতামত দিলে খসড়ায় তার প্রতিফলন করা হবে। এর মাধ্যমে আবাসন শিল্পের জন্য একটি স্থায়ী সমাধান হয়ে যাবে। পাবনার উদাহরণ দিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হচ্ছে। সেখানে আবাসন শিল্পের সম্ভাবনা দেখা দিয়েছে। সেখানে প্রচুর বিদেশি প্রকৌশলী, বিশেজ্ঞ থাকছেন। তারা নতুন নতুন আবাসন খুঁজছেন। বাংলাদেশে যখন প্রবৃদ্ধি সঞ্চারি প্রকল্পগুলো আরো বেগবান হবে, সারা দেশে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন তৈরি হবে এবং সেখানে দেশি-বিদেশি বিনিয়োগ সুসংগঠিতভাবে এগিয়ে যাবে তখন আবাসনের চাহিদাও বাড়বে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট আলমগীর শামছুল আলামিন।