বিনোদন ডেস্ক : এই প্রজন্মের জনপ্রিয় দুই বলিউড অভিনয়শিল্পী রণবীর কাপুর ও আলিয়া ভাট। বহ্মাস্ত্র সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধছেন তারা। বাস্তব জীবনেও তাদের ঘিরে শুরু হয়েছে প্রেমের গুঞ্জন।
এদিকে প্রেমের সম্পর্ক নিয়ে এখনো কথা বলেননি রণবীর। অন্যদিকে এ নিয়ে বিভিন্ন সময় কথা বললেও খোলাসা করে কিছু বলেননি আলিয়া। সম্প্রতি অভিনেত্রী সোনম কাপুরের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে একসঙ্গে হাজির হন রণবীর-আলিয়া। যা তাদের প্রেমের গুঞ্জনের পালে নতুন করে হাওয়া দেয়।
রাজি সিনেমার প্রচারে একটি সংবাদসম্মেলনে হাজির হয়েছিলেন আলিয়া। এই সময় রণবীরের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হয় তাকে। প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এই অভিনেত্রী। মজা করে হাসতে হাসতে তিনি বলেন, ‘কী, রণবীর সিং, আমার রণবীর সিংয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই।’
তবে উপস্থিত সংবাদিকরা যখন জানান, তারা রণবীর সিং নয় রণবীর কাপুরের বিষয়টি জানতে চান তখন এই অভিনেত্রী বলেন, ‘আপনারা ঠিকই ধরেছেন, আমরা বন্ধুর চেয়েও বেশি।’ কিন্তু পরক্ষণেই তার কথার ব্যাখ্যা দিয়ে আলিয়া বলেন, ‘আমরা সহ-অভিনয়শিল্পী। আমরা বহ্মাস্ত্র নামের একটি খুবই সুন্দর সিনেমায় একসঙ্গে কাজ করছি। যা আগামী বছর মুক্তি পাবে।’
তিনি আরো বলেন, ‘যখন আমি ব্রেকআপ এবং সম্পর্ক ফের জোড়া লাগার খবর পড়ি তখন খুব মজা পাই। সবেচেয় মজার বিষয় হলো লেখকের কাছে গল্পের শুরু, মধ্যভাগ ও শেষ থাকে। তাদের সিক্যুয়েলও থাকে। এ বিষয়গুলো আমার কাছে খুবই মজার মনে হয়।’


