আমির সোয়াইন ফ্লুতে আক্রান্ত

বিনোদন ডেস্ক : সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন অভিনেতা আমির খান ও তার স্ত্রী কিরণ রাও। ৬ আগস্ট সন্ধ্যায় এ অভিনেতার এনজিও পানি ফাউন্ডেশনের আয়োজনে পুনেতে অনুষ্ঠিত ‘সত্যমেভ জয়তে ওয়াটার কাপ ২০১৭’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কথা জানান আমির। অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা ছিল আমিরের কিন্তু সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার কারণে সেখানে উপস্থিত হতে পারেননি তিনি।

বর্তমানে মুম্বাইয়ে তাদের নিজ বাস ভবনে চিকিৎসা নিচ্ছেন তারা। এ প্রসঙ্গে আমির খান বলেন, ‘আমরা অনুষ্ঠানে উপস্থিত হতে চেয়েছিলাম কিন্তু সম্প্রতি একটি পরীক্ষার মাধ্যমে জানতে পারি আমরা এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত অর্থাৎ সোয়াইন ফ্লু। আমাকে বিশ্রাম নিতে বলা হয়েছে এবং কোনো অনুষ্ঠানে হাজির হতে পারব না কারণ এতে অন্যান্যরাও আক্রান্ত হতে পারেন। এজন্য এ অনুষ্ঠানে উপস্থিত হইনি।’ পানি ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ও আমিরের স্ত্রী কিরণ রাও এ সময় তার পাশে বসে ছিলেন।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘আমিরের কাছ থেকে কিরণ আক্রান্ত হয়েছেন। সুতরাং অন্যান্যরাও এতে আক্রান্ত হতে পারেন। তারা পানি ফাউন্ডেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারলেন না।’

তবে আমির উপস্থিত হতে না পারলেও তার হয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অভিনেতা শাহরুখ খান।

এ প্রসঙ্গে আমির বলেন, ‘যেহেতু আজ (৬ আগস্ট) বন্ধু দিবস, আমি শাহরুখকে অনুরোধ করি আমার হয়ে অনুষ্ঠানে উপস্থিত হতে এবং সে সহজেই তা মেনে নেয়।’