ক্রীড়া প্রতিবেদক : পুরস্কার বিতরণী মঞ্চ থেকেই হেঁটে সংবাদ সম্মেলন কক্ষে চলে এলেন মাশরাফি বিন মুর্তজা। আগের তিন ম্যাচে জয় পাওয়ায় তার ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে আসার প্রয়োজন হয়নি। আজ দলের পরাজয়ে নিজ থেকেই গণমাধ্যম সামলাতে চলে এলেন বাংলাদেশ অধিনায়ক।
শ্রীলঙ্কার বিপক্ষে ১০ উইকেটে হারের কী ব্যাখ্যা দেবেন মাশরাফি- শ্রীলঙ্কার বোলারদের দারুণ বোলিং নাকি উইকেটের সমস্যা? নাকি নিজেদের খারাপ একটি দিন?
বিমর্ষ মাশরাফি বললেন, ‘সবগুলোই বলা যায়। টপ অর্ডারে যারা আউট হয়েছে। তারা কিছু সময় হলেও উইকেটে সময় কাটিয়েছে। উইকেট নিয়ে কোনো অভিযোগ করেনি। আমি বলব খারাপ একটি দিন।’
টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৮২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। চিরচেনা উইকেটে কোনো ব্যাটসম্যানই গড়তে পারেননি প্রতিরোধ। পরবর্তীতে বল হাতে বিবর্ণ ছিল বোলাররাও। সব মিলিয়ে বাজে দিন কাটিয়েছে টাইগাররা।
তবে ব্যাটসম্যানদের বাজে শট ও উইকেট বিলিয়ে আসার প্রবণতা নিয়ে বড় কোনো অভিযোগ করেননি মাশরাফি। দ্রুত উইকেট হারানোর পরও ১৮০ কিংবা ২০০ রানের সম্ভবনা ছিল বলে মনে করেন অধিনায়ক। তবে মাঠে পরিকল্পনা ঠিকমতো প্রয়োগ না করার ঘাটতি দেখছেন।
‘দ্রুত উইকেট পড়ে যাওয়ার পরে মিডল অর্ডারে যারা ব্যাটিং করছিল, তারা আরেকটু সেট হতে পারত। বেশি রানের দিকে না যেয়ে নিজেদের আত্মবিশ্বাস আরেকটু বাড়িয়ে নিতে পারত। ৪ উইকেট পড়ে যাওয়ার পরও আমাদের ১৮০ কিংবা ২০০ রান করার সামর্থ্য ছিল। আমার কাছে মনে হয়, ওখানে ব্যাটসম্যানদের পরিকল্পনা ঠিকমতো প্রয়োগ করা হয়নি। ওখানে সেট হয়ে ইনিংসটিকে বড় করার দরকার ছিল’ -বলেছেন মাশরাফি।


