‘ আমি মরছি না’

আন্তর্জাতিক ডেস্ক : জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্তো মুগাবে বহাল তবিয়তেই আছেন। আর সেটি জানান দিতেই শনিবার জনসমাবেশে এসে ঘোষণা দিয়েছেন, ‘ আমি মরছি না।’

গত কয়েক বছর ধরে স্বাস্থ্যজনিত জটিলতায় ভুগছেন ৯৩ বছরের মুগাবে। বেশ কয়েকবার তিনি সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করিয়েছেন। গত মাসেও তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন চিকিৎসার জন্য। নিজেকে সুস্থ দাবি করে মুগাবে তখন বলেছিলেন এটি তার রুটিন চেকআপ। মুগাবের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শুক্রবার উত্তরসূরি ঘোষণার আহ্বান জানিয়েছিলেন তার স্ত্রী।

নিজের শহর চিনহয়তে এক র‌্যালিতে যোগ দিয়ে মুগাবে বলেন, ‘ প্রেসিডেন্ট চলে যাচ্ছেন-এই ইস্যুতে আলোচনা হচ্ছে। আমি চলে যাচ্ছি না। প্রেসিডেন্ট মারা যাচ্ছেন। আমি মারা যাচ্ছি না।’

তিনি বলেন, ‘আমি এই দিনেও বেঁচে আছি সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ দেই। ভালো একটি জীবনদানের জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আমার অসুস্থতা আছে। তবে আমার হৃদপিন্ড, লিভার ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গগুলো বেশ সবল। সম্প্রতি চিকিৎসকরা আমার হাড়ের শক্তি দেখে বিস্মিত হয়ে গেছেন।’

নিজের দেহের এই সবলতার জন্য মুগাবে জানান, তিনি নিয়মিত শরীরচর্চা করেন। ১৯৭০ সালে উপনিবেশিক শাসনামালে কারাবন্দী হওয়ার পর থেকেই তিনি নিয়মিতভাবে এটি করে আসছেন।