আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ের দিন ধার্য

মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ গঠনের ২১ দিনে শেষ হলো বিচার কার্যক্রম। মামলার রায়ের জন্য আগামী ১৭ মে দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৩ মে) সকালে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ দিন ধার্য করেন।

এর আগে গতকাল সোমবার সকাল ১০টায় একই আদালতে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়।

গত ১৫ মার্চ মামলার মূল আসামি আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি একাই ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় জড়িত ছিলেন বলে স্বীকারোক্তি দিলেও গত ১৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

উল্লেখ্য, মাগুরার শ্রীপুরের জারিয়া গ্রামের তৃতীয় শ্রেণীর ছাত্রী ৮ বছরের শিশু কন্যা আছিয়া মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী মাঠ পাড়া গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়। তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে পরে অবস্থার অবনতি হওয়ায় ফদিরপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আরও অবনতি হলে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সর্বশেষ সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আছিয়া।