
অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহব্যাপী আয়কর মেলার শেষদিন আজ। করদাতাদের সেবা দিতে আজ আয়কর মেলা চলবে করদাতা থাকা পর্যন্ত।
অষ্টম আয়কর মেলার শুরু থেকেই করদাতা-সেবাগ্রহীতাদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। আর মেলার শেষদিনে ছিল উপচেপড়া ভিড়। তাই মেলা কর্তৃপক্ষ করদাতা থাকা পর্যন্ত কর সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্মাণাধীন রাজস্ব ভবনে আয়কর মেলা শুরু হয় সকাল ৮টায়। মেলা প্রাঙ্গণে করদাতাদের ব্যাপক উপস্থিতির কারণে বেলা ৩টার দিকে মেলা প্রাঙ্গণের মাইকে ঘোষণা করা হয় যতক্ষণ পর্যন্ত সেবা গ্রহীতারা আসবে ততক্ষণ পর্যন্ত মেলার সেবা দেওয়া হবে।
এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, আগামী ১২ নভেম্বর থেকে মাসব্যাপী সারাদেশের প্রতিটি কর অঞ্চলে মেলার পরিবেশে করসেবা দেওয়া ব্যবস্থা করা হয়েছে। যেখানে আয়কর প্রদানকারীরা মেলার সুবিধাই পাবে। আমরা মেলাকে বিকেন্দ্রীকরণ করছি।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে আয়কর দিচ্ছে তাদের অর্থমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ‘কর বাহাদুর’ পুরস্কারে সম্মানিত করবো। আগামীকাল ৮৬টি পরিবারকে সম্মানিত করা হবে।
এদিকে আয়কর মেলায় ৬ষ্ঠ দিন পর্যন্ত সারাদেশে আয়কর আহরণ হয়েছে ১৭৯১ কোটি ১২ লাখ ৭৩ হাজার ৩১০ টাকা।
‘সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’ স্লোগান নিয়ে ১ নভেম্বর থেকে আয়কর মেলা আয়োজন করে এনবিআর। এনবিআরের তথ্যানুসারে এবার ঢাকা বিভাগীয় শহরসহ দেশের ৫৬টি জেলা শহর, ৩৪টি উপজেলা, ৭১টি উপজেলায় (ভ্রাম্যমাণ) আয়কর মেলা শুরু হয়। আজ ১৬টি জেলা ও ৩২ উপজেলাসহ ৪৮টি স্পটে মেলা অনুষ্ঠিত হচ্ছে।