ইংল্যান্ডের বোলিং কোচ হচ্ছেন সিলভারউড

ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডের নতুন বোলিং কোচ হচ্ছেন ক্রিস সিলভারউড। ওটিস গিবসনের স্থলাভিষিক্ত হচ্ছেন এসেক্সের এই প্রধান কোচ।

ইংলিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামী জানুয়ারি থেকে দায়িত্ব নেবেন সিলভারউড। আসছে অ্যাশেজের জন্য এরই মধ্যে নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার শেন বন্ডকে বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বন্ড অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট পর্যন্ত ইংল্যান্ডের সঙ্গে কাজ করবেন। তবে অ্যাশেজ শেষ হওয়ার আগে সিলভারউড দায়িত্ব নেবেন না বলে ধারণা করা হচ্ছে। অস্ট্রেলিয়া সফরের পর নিউজিল্যান্ড যাবে ইংল্যান্ড।

গত মাসে ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব ছাড়েন গিবসন। এরপর তিনি দায়িত্ব নেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচের। তখন থেকেই ইংল্যান্ডের সম্ভাব্য বোলিং কোচ হিসেবে সিলভারউডের নাম শোনা যাচ্ছিল। এসেক্সের অনুমতি পেয়ে ব্রিস্টলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে তিনি ইংল্যান্ড দলের সঙ্গে কাজও করেছিলেন।

সিলভারউড এসেক্সের প্রধান কোচ হিসেবে সফল দুটি বছর কাটিয়েছেন। এই গ্রীষ্মে ক্লাবকে ২৫ বছরের মধ্যে প্রথমবার চ্যাম্পিয়নশিপ শিরোপা এনে দিয়েছেন। ২০১০ সালে পল গ্রেসনের অধীনে বোলিং কোচ হিসেবে তিনি এসেক্সে যোগ দিয়েছিলেন।

খেলোয়াড়ী জীবনে তিনি বেশিরভাগ সময় খেলেছেন ইয়র্কশায়ারের হয়ে। ক্যারিয়ারের শেষ দিকে যোগ দেন মিডলসেক্সে। ইংল্যান্ডের হয়ে খেলেছেন ছয়টি টেস্ট ও সাতটি ওয়ানডে।