
ক্রীড়া ডেস্ক : আন্তর্জাতিক টুর্নামেন্টে নেদারল্যান্ডস পুরুষ ফুটবল দলের সাফল্যে মোড়ানো অনেক ইতিহাস রয়েছে। সেই তুলনায় নারীদের অর্জন নগণ্য। তবে এবার ইউরো নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে অর্জনের ভান্ডারকে সমৃদ্ধ করেছে ডাচ ললনারা। ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ শিরোপার উচ্ছ্বাসে মেতেছে তারা।
এই প্রথম বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জিতল নেদারল্যান্ডস নারী ফুটবল দল। রোববার ঘরের মাঠে ডেনমার্ককে হারিয়ে শিরোপা উদযাপন করে দলটি।
নিজেদের মাঠে ম্যাচের ৬ মিনিটেই পিছিয়ে পড়ে নেদারল্যান্ডস। এই সময় পেনাল্টিতে ডেনমার্ককে এগিয়ে দেন নাদিয়া নাদিম’স। তবে ম্যাচের ১০ মিনিটেই মেদিমার গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচের ২৭ মিনিটে ফের নেদারল্যান্ডসকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মার্টেনস। তবে ম্যাচের ৩৩ মিনিটেই হার্ডারের গোলে আবারও ২-২ ব্যবধানে সমতায় ফেরে ডেনমার্ক।
বিশ্রাম শেষে ফিরে চেনা মাঠে একক আধিপত্য দেখিয়েছে ডাচ মেয়েরা। আক্রমণে এগিয়ে থাকায় ম্যাচের ৫১ মিনিটে পিটসের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় নেদারল্যান্ডস। আর ম্যাচের ৮৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলে ডাচদের ৪-২ ব্যবধানে এগিয়ে দেন মেদিমা। শেষপর্যন্ত ৪-২ ব্যবধানের জয়ে শিরোপার উচ্ছ্বাসে মাতে নেদারল্যান্ডসের ললনারা।