
অর্থনৈতিক প্রতিবেদক : ইলেকট্রনিক ট্যাক্স আইডেনটিফিকেশন নম্বর (ই-টিআইএন) রেজিস্ট্রেশন ৩১ লাখ ছাড়িয়ে গেল। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ তথ্যানুসারে টিআইএনধারীর সংখ্যা ৩১ লাখ ২ হাজার ৪৮২।
এর মধ্য দিয়ে ২০১৮-১৯ সালের মধ্যে করদাতার সংখ্যা ৩০ লাখে উন্নীত করার যে লক্ষ্য ছিল তার অনেক আগেই লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে এনবিআর।
সর্বশেষ তথ্যানুসারে, মোট ৩১ লাখ ২ হাজার ৪৮২ জন করদাতা ই-টিআইএন রেজিস্ট্রেশন নিয়েছেন। এর মধ্যে ২৯ লাখ ৯৯ হাজার ২৭৩ জন ব্যক্তি শ্রেণি এবং ১ লাখ ৩ হাজার ২০৯ কোম্পানি বা ফার্ম ক্যাটাগরিতে ই-টিআইএন রেজিস্ট্রেশন নিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে এনবিআরের সদস্য কালিপদ হালদার (কর ও সেবা ব্যবস্থাপনা) রাইজিংবিডিকে বলেন, অব্যহতভাবে করদাতা বৃদ্ধি পাওয়ায় আমরা আনন্দিত। আশা করছি আগামী জুন মাসের মধ্যে করদাতার সংখ্যা ৩৫ লাখে উত্তীর্ণ হবে।
তিনি বলেন, ‘প্রথম থেকেই ই-টিআইএন রেজিস্ট্রেশনে করদাতাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। নতুন নতুন করদাতারা স্বপ্রণোদিত হয়েই রেজিস্ট্রেশন করছে। এবারে এনবিআরকে সেবা প্রদানের মাধ্যমে করদাতাদের আস্থার প্রতিদান দিতে হবে।
২০১৩ সালের জুলাইয়ে ই-টিআইএন রেজিস্ট্রেশন শুরু করে এনবিআর।
এদিকে, আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত করদাতাদের সেবায় আয়কর মেলা আয়োজন করতে যাচ্ছে এনবিআর। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের নির্মাণাধীন ভবনে ওই মেলা অনুষ্ঠিত হবে।
ঢাকাসহ সব বিভাগীয় শহর, জেলা ও গুরুত্বপূর্ণ উপজেলা শহরে হবে এ মেলা। রাজধানীসহ সব বিভাগীয় শহরে এক সপ্তাহ, জেলা শহরে চারদিন, ৩২ উপজেলা শহরে দুইদিন এবং ৭১ উপজেলায় একদিন (ভ্রাম্যমাণ) এ মেলা হওয়ার কথা রয়েছে।