
এস,এম মনির হোসেন জীবন : চলতি বছরে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় বিদসকে সামনে রেখে রাজধানীর অভিজাত এলাকায় উত্তরা মডেল টাউনের পশ্চিম থানার সোনার গাঁও জনপথ সড়কে উত্তরা ১৩ নম্বর সেক্টর জমজম টাওয়ারের পশ্চিম পাশে বিজয় মেলা ২০১৭ বসানোর নামে কোটি কোটি টাকা মূল্যের সরকারী জমি জবর দখলে অভিযোগ উঠেছে। ১লা ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর মাস ব্যাপী মেলা বসানোর আয়োজন করছে মিরপুর বেনারশি পল্লি উর্দৃ ভাষাভাষী সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও বিহারী ব্যবসায়ী নেতা মো: শাকিল আহমেদ বাহিনী।
এনিয়ে স্থানীয় প্রশাসন বলছে, উক্ত স্থানে মেলা বসানোর জন্য এখনও পর্যন্ত কাউকে কোন ধরনের অনুমতি দেওয়া হয়নি। তবে, বিজয় মেলা বসানোর জন্য একাধিক ব্যক্তি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার ও উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনারের বরাবরে আবেদন করেছেন। ডিএমপি-পুলিশ কমিশনার যাকে বৈধ মেলার অনুমতি দেবের শুধুমাত্র ওই ব্যক্তি উক্ত স্থানে বিজয় মেলা করতে পারবেন। অন্যথায় অবৈধ ভাবে কাউকে মেলা করতে দেওয়া হবেনা।
এদিকে, বিজয় মেলা আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী মিরপুরের বিহারী শাকিল ও তারসহযোগী ব্যবসায়ী পার্টনার মো: স্বপন মিয়া ও তার পোষা বাহিনীর সদস্যদের দাবী তারা উক্ত জায়গায় বিজয় মেলা-২০১৭ করার জন্য ইতি মধ্যে প্রশাসন থেকে অনুমতিপত্র পেয়েছেন বলে তারা দাবী করেছেন। তবে, তারা এ প্রতিবেদককে মেলা বসানোর কোন ধরনের বৈধ অনুমতিপত্র,পুলিশ পারমিশন পত্র,রাজউক,সিটি করপোরেশন,উত্তরা ওয়ার্ড কাউন্সিলর ও হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় মেম্বারের কোন কাগজপত্র দেখাতে পারেনি। উল্টো বরং প্রভাবশালী মেলা আয়োজক কমিটির কর্ণধার শাকিল সহ তার বাহিনীর সাঙ্গপাঙ্গরা উক্ত প্রতিবেদককে দেখে নেওয়ার হুমকী ও ভংভীতি প্রদর্শন করেন। তারা হুমকী দিয়ে এপ্রতিবেদককে বলে যে, এনিয়ে বেশি ভাড়াবাড়ি করলে উল্টো থানায় মিথ্যা চাঁদাবাজী মামলা দিয়ে পুলিশে সোপর্দ ও নানা ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়নারী করার ও হুমকী প্রদান করে বিহারী শাকিল আহমেদ।
বুধবার রাত ৮টা ২০ মিনিটে বিহারী শাকিল আহমেদ তার ব্যবহূত ০১৬৭১৫৩৮৪৫২ ও ০১৯২২৯৬২৫২৫ নম্বরের মোবাইল থেকে কল করে এ প্রতিবেদককের ০১৭১৮৪০১৬৮৫ নম্বর মোবাইল নাম্বারে কল দিয়ে এসব কথা ও হুমকী প্রদান করেন। রাতে হুমকীর ঘটনাটি উত্তরা বিভাগের (সিনিয়র সহকারী পুলিশ সুপার) এসি-তাপস কুমার দাস ও উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলী হোসেন খানকে অবহিত করা হয়েছে।
এবিষয়ে উত্তরা ১৩ নম্বর সেক্টরের অবৈধ বিজয় মেলা ও মেলার মাঠ উচেছদের জন্য সমগ্র উত্তরাবাসি ও সচেতন মানুষ বর্তমান সরকারের মাননীয় গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, রাজউক চেয়ারম্যান,গনপূর্ত বিভাগের সচিব, (রাজউক) উত্তরা বিভাগের প্রধান নির্বাহী, উত্তরা বিভাগের পুলিশের ডিসি,এসি,এডিসি ও ওসি সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের উধর্বতন কর্মকর্তাদের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
উত্তরার স্থানীয় বাসিন্দাররা অভিযোগ করে এপ্রতিবেদককে জানায়, উত্তরা পশ্চিম থানা এলাকার সোনার গাঁও জনপথ সড়কের উত্তরা ১৩ নম্বর সেক্টর জমজম টাওয়ারের পশ্চিম পাশে প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদ-উল ফিতরকে পুঁজি করে মাস ব্যাপী তাঁত ও বস্ত্র মেলা ২০১৭ বসানো হয়েছিল। উর্দুভাষী জনগোষ্ঠী (বিহারী) সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: শাকিল আহমেদ এর শেল্ডারে তার সহযোগী ব্যবসায়ী পার্টনার মো: স্বপন মিয়ার নামে প্রতিবছর পুলিশ প্রশাসন ও রাজউকের মাধ্যমে মেলা বসানোর নামমাত্র অনুমতি নিয়ে চলতি বছর এই তাঁত ও বস্ত্র মেলা বসায়।
কিন্তু মেলা শেষ হয়ে গেলেও স্থানীয় সরকার দলীয় কতিপয় রাজনৈতিক নেতার শেল্টারে ও মদদে এবং রাজউক,সিটি করপোরশেন ও পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে উক্ত মেলা মেলা কর্তৃপক্ষ গত বছর তাঁত ও বস্ত্র মেলা থেকে শুরু করে চলতি বছরের উক্ত স্থানে বিজয় মেলা বসাচেছ। রাজউকের ৩৫,৩৭ ও ৩৯ নম্বর প্রায় ৬০ কাঁঠা সরকারী কোটি কোটি টাকার জমি এখনও পর্যন্ত তারা জবর দখলে আছে বলে অভিযোগ উঠেছে। মেলা কমিটি তার মালামাল মেলার মাঠে স্তুপ করে রাখা সহ লোক ও পথচারীদের যাওয়া আসার রাস্তাটি ও মেলার গেইট বন্ধ করে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় এলাকাবাসির ও সচেতন মহলের মনে করে,ঢাকা উত্তর সিটি করপোরেশন,রাজউক ও প্রশাসনের কর্মকর্তারা এসব বিষয় না দেখে তারা কেবলমাত্র নাকে তৈল দিয়ে ঘুমায়। এ যেন বলতে গেলে অনেকটা মগের মুল্লুক। তাহলে স্থানীয় এলাকাবাসি, ভুক্তভোগী ও সাধারণ মানুষের প্রশ্ন ? ”জোর যার মুল্লুক তার. সরকারী কোটি কোটি টাকার জমি তুমি কার ” ?। তাহলে এসব রক্ষা করার কি কেউ নেই— ?
অনুসন্ধ্যানে জানা গেছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর উত্তরা বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মো: মহিউদ্দিন আহমেদ ও তার সহযোগীদেরকে মোটা অংকের টাকার বিনিময়ে প্রতিবছর রাজউকের উধর্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে এই বিহারী শাকিল ও তার সহযোগী মোধ স্বপন মিয়া উক্ত জায়গায় মেলার বসানোর অনুমতি দিয়েছেন এই কর্মকর্তা। বিনিময়ে তিনি মেলা কর্তৃপক্ষের কাছ থেকে কয়েক লাখ টাকা কৌশলে হাতিয়ে নিয়ে নিজ পকেট ভারী করেছেন বলে ও অভিযোগ উঠেছে। এছাড়া, রাজউক,সিটি কর্পোরেশন, হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,স্থানীয় ইউপি মেম্বার আবুল হোসেন মন্ডল ও উত্তরা ১ নম্বর ওয়ার্ডের কমিশনার সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের লাখ লাখ টাকার ঘুষ বানিজ্য ও বকশিস ( পকেটভারী) হয়ে থাকে এ মেলার খাত থেকে।
একটি সুত্র জানায়,উর্দুভাষী জনগোষ্টী (বিহারী) সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: শাকিল হোসেন দীর্ঘ প্রায় ৬ থেকে ৭ বছর উত্তরার এই মাঠে মেলার বসানোর নামে কয়েকশত ব্যবসায়ী দোকান বরাদ্ব ও মেলায় দোকানপাট দেওয়ার জন্য কৌশলে নামে বেনামে কয়েক ২০ থেকে ৩০ টাকা লুটপাটের মাধ্যমে নিজে ও তার সহযোগীরা আতœসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। চলতি বছরে মেলা কর্তৃপক্ষ কৌশলে ব্যবসায়ীদের কাছ থেকে মেলা বাবদ দোকান পাট দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চলতি বছরের তাঁত ও বস্ত্র মেলা ২০১৭ উত্তরার এই মেলার মাঠে প্রায় ৮০ থেকে ৯০টি দোকান বরাদ্ব দেওয়া হয়। বিনিময়ে এ সমস্ত দোকানদারদের নিকট থেকে গড়ে ৭০ হাজার টাকা করে নিয়েছে মেলা আয়োজক কমিটির প্রধান মো: স্বপন মিয়া ও তার ব্যবসায়ী পার্টনার বিহারী নেতা মো: শাকিল আহমেদ (মলা কর্তৃপক্ষ)।
আবার এই মাঠে মেলা বসানো হচেছ কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,অচিরেই এই মাঠে আরও একটি মেলা বসানোর জন্য রাজউক ও প্রশাসনের কাছে একটি আবেদন করা হবে। সে কারণে আমি মেলার মাঠ পরিস্কার, মেলার মাঠ অন্যের দখল হয়ে যাওয়ার ভয়ে মাঠ আমার জবর দখলে রেখেছি।
আসন্ন বিজয় মেলা ২০১৭ আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী মিরপুরের বিহারী শাকিল আহমেদ দাবী করে তিনি বলেন,তারা উক্ত জায়গায় বিজয় মেলা-২০১৭ করার জন্য ইতি মধ্যে প্রশাসন থেকে অনুমতিপত্র পেয়েছেন বলে দাবী করেন। তবে, তারা এ প্রতিবেদককে মেলা বসানোর কোন ধরনের বৈধ অনুমতিপত্র,পুলিশ পারমিশন পত্র,রাজউক,সিটি করপোরেশন,উত্তরা ওয়ার্ড কাউন্সিলর ও হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় মেম্বারের কোন কাগজপত্র দেখাতে পারেনি।
এবিষয়ে উত্তরা বিভাগের রাজউকের সাবেক নির্বাহী প্রকৌশলী মো: মহিউদ্দিন আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে সে এই প্রতিবেদককে জানান, রাজউক কর্তৃপক্ষ ১৩ নম্বর সেক্টরের সোনার গাঁও জনপথ সড়কের পশ্চিম পাশে রাজউকের ৩৫,৩৭ ও ৩৯ নম্বর প্রায় ৬০ কাঁঠা সরকারী পরিত্যক্ত জমিতে তাঁত ও বস্ত্র মেলা বসানোর জন্য অনুমতি দিয়েছিল। যেহেতু মেলার মেয়াদ শেষ হয়ে গেছে, সেহেতু মেলা কর্তৃপক্ষ তাদের মালামাল মাঠ থেকে সরিয়ে নিয়ে যাবেন।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি মেলা কর্তৃপক্ষ তাদের মালামাল অচিরেই সরিয়ে না নিয়ে যায় তাহলে রাজউক কর্তৃপক্ষ সেখানে উচেছদ চালাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবে।
এবিষয়ে জানতে ঢাকা উত্তর সিটি করপোরেশন উত্তরা ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মো: আফসার উদ্দিন খানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।
হোটেল ব্যবসায়ী মো: নাছির উদ্দিন,গাড়ী ব্যবসায়ী মো: মানিক মিয়া ও চা দোকানদার মো: শাহিন এবং পরিবহন শ্রমিক নেতা বশির আহমেদ অভিযোগ করে জানান, মেলা কর্তৃপক্ষ মেলা শেষ হবার পর থেকে অদ্যবদি পর্যন্ত তাদের মালামাল সরিয়ে নেয়নি। মানুষের চলাচল করার পথটি মেলা কর্তৃপক্ষ মেলার গেইটটি বন্ধ করে দেওয়ার কারণে চলাচলের ক্ষেত্রে বিঘœ সৃষ্টি করছে। তারা অভিযোগ করেন আরও জানান, নতুন করে আবার মেলা কর্তৃপক্ষ এখানে মেলা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। এখন মাঠ উন্নয়ন,দোকান পাট নির্মান,স্টল সহ যাবতীয় কাজ শুরু হয়েছে।
এলাকাবাসিরা জানান, উক্ত মেলার মাঠে চার দিক দিয়ে টিনের ভেড়া দেওয়া আছে। সে কারনে মেলার বসানোর মাঠে দিন ও রাতের বেলায় নেশাখোর,গাঁজাখোর,মাদক সেবী,মাদক ব্যবসায়, জুয়া খেলা,ছিনতাইকারী ও ভাসমান পতিতারা নিয়মিত হারে আড্ডা জমায়। প্রতিরাতে উক্ত মাঠে মোবাইল ছিনতাই ও মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলেছে। ভুক্তভোগী এসব কাজ বন্ধের জন্য স্থানীয় প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
একটি নির্ভরযোগ্য সুত্র জানায় , উর্দুভাষী জনগোষ্টী (বিহারী) সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: শাকিল হোসেন দীর্ঘ প্রায় ৬ থেকে ৭ বছর উত্তরার এই মাঠে মেলার বসানোর নামে কয়েকশত ব্যবসায়ী দোকান বরাদ্ব ও মেলায় দোকানপাট দেওয়ার জন্য কৌশলে নামে বেনামে কয়েক লাখ লাখ টাকা লুটপাটের মাধ্যমে নিজে ও তার সহযোগীরা আতœসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে।
সুত্র আরও জানায়, চলতি বছরে মেলা কর্তৃপক্ষ কৌশলে ব্যবসায়ীদের কাছ থেকে মেলা বাবদ দোকান পাট দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চলতি বছরের তাঁত ও বস্ত্র মেলা ২০১৭ উত্তরার এই মেলার মাঠে প্রায় ৮০ থেকে ৯০টি দোকান বরাদ্ব দেওয়া হয়। বিনিময়ে এ সমস্ত দোকানদারদের নিকট থেকে গড়ে ৭০ হাজার টাকা করে নিয়েছে মেলা আয়োজক কমিটির প্রধান মো: স্বপন মিয়া ও মো: শাকিল আহমেদ (মেলা কর্তৃপক্ষ)।
বিষয়টি ভেবে দেখার জন্য মাননীয় গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, রাজউক চেয়ারম্যান,গনপূর্ত বিভাগের সচিব, (রাজউক) এর উত্তরা বিভাগের প্রধান নির্বাহী, উত্তরা বিভাগের পুলিশের ডিসি,এসি,এডিসি ও ওসি সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের উধর্বতন কর্মকর্তাদের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্ত ভোগী ও এলাকাবাসি।