উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় মর্জিনা বেগম (৩০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার মেয়ে আহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উত্তরার ৬ নম্বর সেক্টরে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ৬ নম্বর সেক্টরের একটি কমিউনিটি সেন্টারের সামনে মেয়েকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন মর্জিনা বেগম। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে মর্জিনা বেগমের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে সাড়ে ৫টায় মর্জিনা বেগম মারা যান। মর্জিনা বেগম তার স্বামী শফিউল্লার সঙ্গে দক্ষিণখান থানাধীন আজমপুরের মক্তিযোদ্ধা রোডের একটি বাসায় থাকতেন। মর্জিনা বেগম গৃহকর্মী ছিলেন। তার স্বামী নিরাপত্তা প্রহরী। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া মর্জিনা বেগমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।