উত্তরা থেকে জেএমবি সক্রিয় সদস্য আইয়ুবকে গ্রেফতার করেছে র‌্যাব; উগ্রবাদী বই উদ্বার

এস.এম.মনির হোসেন জীবন : রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১০ নম্বর সেক্টর এলাকা থেকে নিষিদ্ব ঘোষিত জঙ্গি সংগঠন (জেএমবি’র) সক্রিয় এক সদস্য আইয়ুব (২১)কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১),উত্তরা। তার পিতার নাম আবু তাহের, ওয়ার্ড-৮, ঈদগাহ ইসলামপুর, কক্রবাজার। পরে র‌্যাব সদস্যরা জেএমবি’র সদস্য আইয়ুব এর কাছে থাকা একটি ব্যাগ ও তার দেহ তল্লাশি করে কয়েকটি উগ্রবাদী বই উদ্বার করেন।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাকে উত্তরা ১০ নম্বর সেক্টর ১৩ নম্বর রোড প্যাসিফিক টাওয়ারের সামনে থেকে আইয়ুবকে গ্রেফতার করে র‌্যাব-১ এর সদস্যরা।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাসেম এসব তথ্য নিশ্চিত করেছেন।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি মিজানুর রহমান ভূঁইয়া গ্রেফতারের খবরটি নিশ্চিত করে আজ জানান, আসন্ন বিশ্ব ইজতেমা-২০১৮ উপলক্ষ্যে ইজতেমা ময়দান ও তার আশপাশ এলাকার আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে র‌্যাব-১ এর একটি টহলটিম ডিউটি করছিল। তখন প্যাসিফিক টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর একজন লোককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে উক্ত ব্যক্তিকে বর্ণিত স্থানে তার অবস্থানের কারণ জানতে চাইলে সে সুনির্দিষ্ট কোন জবাব দিতে পারেনি জেএমবি সদস্য আইয়ুব। এক পর্যায়ে র‌্যাব সদস্যরা গোপনে খবর পেয়ে উত্তরা পশ্চিম থানার ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোড প্যাসিফিক টাওয়ারের সামনে থেকে আইয়ুবকে আটক করা হয়েছে।

র‌্যাব আরও জানান,আগে থেকেই নজরদারিতে ছিল আইয়ুব। সুর্নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদী উদ্বার করা হয়। তার বাড়ি কক্রবাজারের ঈদগাহ ইসলামপুরের ৮ নম্বর ওয়ার্ডে। পরে র‌্যাব সদস্যরা তার নিকট থাকা একটি ব্যাগ ও দেহ তল্লাশি করে কয়েকটি উগ্রবাদী বই উদ্বার করেন। এ বিষয়ে জেএমবি’র সক্রিয় সদস্য আইয়ুবের বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।