
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা হউজ বিল্ডিং এলাকা থেকে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন-আমান উল্লাহ, জাহিদ, জান্নাতুল ফেরদৌস। বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, সকালে ১১ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।