উত্তর সরবরাহ করার চেষ্টায় তিন ছাত্রের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পরীক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহ করার সময় সোমবার তিন ছাত্রকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহীর তানোর উপজেলার তালন্দ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের একমাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার কামারগাঁ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তুষার মৃধা (১৯), রাজশাহী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয়বর্ষের ছাত্র রনি আহমেদ (২৫) ও রাজশাহী সরকারি সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মো. আব্দুল্লাহ (১৯)। তানোর উপজেলার বিভিন্ন গ্রামে তাদের বাড়ি।

ওই পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা করে উত্তর সরবরাহ করার সুযোগ সৃষ্টি করার অভিযোগে কেন্দ্র থেকে পাঁচ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন- উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কফিল উদ্দিন, ইলামদহি উচ্চ বিদ্যালয়ের হোসনে আরা, পারিশো উচ্চ বিদ্যালয়ের একরামুল হক, বনকেশর উচ্চ বিদ্যালয়ের মাইনুল ইসলাম ও কামারগাঁ উচ্চ বিদ্যালয়ের উৎপল কুমার।

কেন্দ্র সচিব আলতাফ হোসেন শিক্ষকদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরীক্ষা চলাকালে দণ্ডপ্রাপ্ত তিন ছাত্র জানালা দিয়ে তিন পরীক্ষার্থীর কাছে উত্তর সরবরাহ করছিল। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের গ্রেপ্তার করে। এরপর দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন তাদের একমাস করে কারাদণ্ডের আদেশ দেন।