উদ্বোধন মেঘনা ভবন নির্মাণ কাজের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় মেঘনা পেট্রোলিয়াম কর্পোরেশনের ১৯তলা বিশিষ্ট আইকনিক মেঘনা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন। দেশের স্বনামধন্য স্থপতি এনামুল কবির নির্ঝরের ডিজাইন করা ভবনটি নির্মাণ করছে বিখ্যাত আবাসন ও নির্মাণসংস্থা এএনজেড প্রপার্টিজ লি.। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান আবু হেনা মো. রহমতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, এএনজেড প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন পারভেজ। বক্তব্য রাখেন এএনজেড প্রপার্টিজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন, ভবনের নকশাকার স্থপতি এনামুল কবির নির্ঝর। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, তেল চুরি রোধ করা সম্ভব হলে বছরে আড়াই হাজার কোটি টাকা সাশ্রয় হবে। ঢাকা-চট্টগ্রামসহ সারা দেশে জ্বালানি সরবরাহ দ্রুত সমবণ্টন নিশ্চিত করতে পাইপলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ঘরে ঘরে পাইপলাইনের মাধ্যমে এলপিজি সরবরাহের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নসরুল হামিদ বলেন, পার্বত্য চট্টগ্রামে ৬০০ কোটি টাকার বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের সব অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। যেসব অঞ্চলে একান্তই বিদ্যুৎ সরবরাহ সম্ভব নয়, সেসব এলাকার জন্য ৪৬ হাজার সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতায়িত করার উদ্যোগ নেওয়া হয়েছে।