
নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানীকে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দীনের শারীরিক আক্রমণের প্রতিবাদে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ’ এর ব্যানারে মানববন্ধন করেছেন ঢাবি শিক্ষকেরা।
এতে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সরকার সমর্থক সংগঠনের (নীল দল) প্রাক্তন আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ সামাদ বলেন, ‘একটি মহল পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত। আমাদের মাঝে দ্বিমত থাকবে তবে শিক্ষার উন্নয়নে মান সমুন্নত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
সোমবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হুমায়ন কবির।
অধ্যাপক মুহাম্মদ সামাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি অধ্যাপক ড. আখতারুজ্জামানকে উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ড এগিয়ে যাচ্ছে। ষড়যন্ত্রককারীদের বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক সাদেকা হালিম বলেন, নীল দলের সভায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সভায় বির্তক থাকবে এটি স্বাভাবিক। কিন্তু সেটিকে সুন্দরভাবে পরিবেশন করতে হবে। কিন্তু সেদিনের ঘটনা নিয়ে মিথ্যাচার করা হচ্ছে যেটি বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো নয়।
অধ্যাপক সৈয়দ শামসুদ্দীন বলেন, সেদিন ঘটনাস্থল থেকে ২ গজের মধ্যে আমার অবস্থান ছিল। বক্তব্য শুনছিলাম। প্রক্টর বক্তব্য রাখার সময় আমাদের এক সহকর্মী প্রক্টরের দিকে তেড়ে আসেন। তখন অন্য সহকর্মীরা তাকে সরিয়ে দেন। এটা নিরেট সত্য। কিন্তু এ ঘটনা নিয়ে মিথ্যাচার করা হচ্ছে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুর রহিম বলেন, সেই দিন দুইজন অধ্যাপক ভিডিও ধারণ করেছিলেন। আর নীল দলের আহ্বায়ক ঘটনার মীমাংসা না করে উল্টো উস্কানি দিচ্ছেন। একটি পক্ষ চায় এটিকে বর্তমান উপাচার্যের ব্যর্থতা হিসেবে উপস্থাপন করতে। এটি নীল দলের অভ্যন্তরীণ বিষয়, প্রশাসনের বিষয় না।