একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন

নিজস্ব প্রতিবেদক : একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে।

সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমান যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। তবে এদিন শেষ হয়নি। বিচারক মঙ্গলবার ও বুধবার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য পরবর্তী দিন ধার্য করেন।

যুক্তিতর্ক উপস্থাপনে সৈয়দ রেজাউর রহমান বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলার ঘটনার আগে বিএনপির রাজনৈতিক কার্যালয় হাওয়া ভবনসহ ৯টি স্থানে হামলার পরিকল্পনা করেছিল আসামিরা। অপর ৮টি পরিকল্পনার স্থান হলো-আসামি আহসান উল্লাহ কাজলের বাড্ডার ম-৯৪ নম্বর বাসায়, আসামি প্রাক্তন উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ধানমন্ডির বাসায়, বাড্ডার জনৈক জয়নাল আবেদীনের বাসায় যেখান থেকে আসামি মুফতি হান্নান গ্রেপ্তার হয়, মিরপুর এলাকার মসজিদে আকবরে, মোহাম্মদপুর সাত মসজিদে, ৩/১১, আলি অ্যান্ড নূর রিয়েল স্টেটে আসামি সুমনের বাসায়, বাড্ডার আনন্দনগরে আসামি তামিমের বাসায় এবং কর্নেল রাব্বানীর মেরুল বাড্ডায় আসামি মুফতি হান্নানের বাসায়।

যুক্তি উপস্থাপনে প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান আরো বলেন, হামলায় যে গ্রেনেড ব্যবহার করা হয় তা ছিল আর্জেস গ্রেনেড। যা সাধারণত যুদ্ধের সময় সমরাস্ত্র হিসেবে ব্যবহার হয়। যা কোনো সাধারণ মানুষের পাওয়ার কথা নয়।

তিনি বলেন, হামলায় ৪টি গ্রেনেড অবিস্ফোরিত ছিল। যা আদালতের অনুমতি ছাড়াই তড়িঘরি করে ধ্বংস করা হয়। অবিস্ফোরিত গ্রেনেডগুলো নিরাপদ ছিল। যা সংরক্ষণ করা যেত। কিন্তু আসামিদের বাঁচানোর জন্যই তড়িঘরি করে ধ্বংস করা হয়।

উল্লেখ্য, রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করবেন বলে জানা গেছে।

এর আগে গত ১১ অক্টোবর মামলাটিতে আসামিপক্ষের সাফাই সাক্ষ্য শেষ হয়। মামলায় বিভিন্ন সময়ে ২০ জন সাফাই সাক্ষ্য দিয়েছেন।

মামলায় গত ১২ জুন জামিনে ও কারাগারে থাকা ৩১ আসামির আত্মপক্ষ শুনানি হয়। আত্মপক্ষ শুনানিতে ৩১ আসামির সবাই নিজেদের নির্দোষ দাবি করেন। মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৮ জন আসামি পলাতক থাকায় তারা আত্মপক্ষ শুনানির সুযোগ পাননি।

মামলাটিতে আসামি খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক, প্রাক্তন আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলার তিন তদন্ত কর্মকর্তা তৎকালীন বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও প্রাক্তন ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম জামিনে রয়েছেন।

অন্যদিকে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রাক্তন উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ২৩ জন কারাগারে এবং বিএনপির চেয়ারপারসনের বড় ছেলে তারেক রহমানসহ ১৯ জন পলাতক। এ মামলার আসামি মুফতি হান্নান ও আলী আহসান মুহাম্মাদ মুজাহিদের অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জনের নির্মম মৃত্যু হয়। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আহত হন কয়েক শতাধিক।