কক্সবাজারে গুলি ও কুপিয়ে হত্যার শিকার অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সদরের ঈদগাঁওতে গুলি ও কুপিয়ে হত্যার শিকার অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সদর উপজেলার ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা পাহাড়ি এলাকা থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানান ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. মিনহাজ উদ্দিন।

তবে নিহতদের নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মিনহাজ বলেন, শুক্রবার সকালে কক্সবাজার সদরের ঈদগাঁও-ঈদগড় সড়কের পাহাড়ি এলাকা হিমছড়ি ঢালার ঝোঁপের পাশে দুটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করেছে।

তিনি বলেন, “নিহতদের শরীরে গুলিবিদ্ধ এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার চিহ্ন রয়েছে। হয়ত প্রতিপক্ষের লোকজন তাদের হত্যা করে লাশ রেখে পালিয়ে গেছে। নিহতদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।”

কারা, কী কারণে- হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ এ ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছে বলে জানান এসআই। লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।