কাকরাইলে মা-ছেলে হত্যার দায়ে জনি আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাকরাইলে মা ও ছেলেকে হত্যার ঘটনায় গ্রেপ্তার মূল আসামি আল আমিন ওরফে জনির ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার বিকেলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহা. আহসান হাবীব রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) আলী হোসেন আসামি জনিকে আদালতে হাজির করেন। মামলার সুষ্ঠু তদন্তসহ চাঞ্চল্যকর ও নৃশংস খুনের মূল রহস্য উদঘাটন, অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তার করার লক্ষ্যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুরের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

রাষ্ট্রপক্ষে মো. হেমায়েত উদ্দিন খান (হিরণ) রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, এটা একটা নিষ্ঠুর, নির্মম নৃশংস হত্যাকাণ্ড। তাদের ঠাণ্ডা মাথায় খুন করা হয়। সম্পত্তির কারণে তাদের খুন করা হয়। এটা একটা ন্যক্কারজনক কাজ। যার মূল পরিকল্পনাকারী এই জনি। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে পলাতকদের গ্রেপ্তার করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। এজন্য তদন্ত কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন।

তবে এদিন রিমান্ড শুনানিকালে জনির পক্ষে কোনো আইনজীবী ছিল না।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জনির ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আগামী ১০ কার্যদিবসের মধ্যে শেষ করার নির্দেশ দেন। গত শুক্রবার দিবাগত রাত ৩টায় গোপালগঞ্জ থেকে জনিকে গ্রেপ্তার করে র‌্যাব-৩।

প্রসঙ্গত, গত ১ নভেম্বর কাকরাইলের পাইওনিয়র গলির ৭৯/১ নম্বর বাসার গৃহকর্তা আবদুল করিমের প্রথম স্ত্রী শামসুন্নাহার করিম (৪৬) ও তার ছেলে শাওনকে (১৯) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

ঘটনার পরদিন রাতে নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে রমনা থানায় মামলা (নং-১) দায়ের করেন। মামলায় আব্দুল করিম, করিমের দ্বিতীয় স্ত্রী শারমিন মুক্তা, মুক্তার ভাই জনিসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা শামসুন্নাহার করিমের স্বামী আবদুল করিম ও করিমের দ্বিতীয় স্ত্রী মডেল শারমিন মুক্তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত ৩ নভেম্বর তাদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।