
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে ইরাকি দূতাবাসের কাছে আত্মঘাতী বোমা হামলা হয়েছে।
কয়েক দফায় বোমা বিস্ফোরিত হওয়ার পর সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। বেশ কয়েকজনের নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলা চালিয়েছে বলে তাদের নিজস্ব ওয়েবসাইট আমাক নিউজে দাবি করা হয়েছে। তবে নিরপেক্ষ সূত্র থেকে দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।
আলজাজিরার খবরে বলা হয়েছে, সোমবার কাবুলের শার-ই-নাউ এলাকায় ইরাকি দূতাবাসের কাছে এ হামলার ঘটনা ঘটে।
মহসিন নেগারেস নামে এক প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘ইরাকি দূতাবাসের কাছে আমরা দুটি বিস্ফোরণের শব্দ শুনেছি এবং এতে দূতাবাস ভবনের কিছু অংশ ধ্বংস হয়েছে।’