কামরাঙ্গীরচরে গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচরে লিপি আক্তার (২৫) নামের এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামী জাহাঙ্গীরকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন ফকির বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কামরাঙ্গীরচরের আলীনগরের ইসলাম চেয়ারম্যানের বাড়ির পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত লিপিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আর তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

হাসপাতাল সূত্র জানায়, জাহাঙ্গীর নিউমার্কেট এলাকায় ফল ব্যবসা করেন। প্রায়ই খেলেন জুয়া। এ নিয়ে লিপির সঙ্গে জাহাঙ্গীরের প্রায়ই ঝগড়া হতো। এমনকি লিপিকে তার শাশুড়ি ও ননদেরা মারধর করতেন। ১৫ দিন আগে জাহাঙ্গীর, তার মা ও বোনেরা লিপিকে মারধর করে বাসা থেকে বের করে দেন। পরে আবার এসে তারা ফিরিয়ে নিয়ে যান। যাওয়ার সময় লিপি তার ফুপুর কাছ থেকে আট হাজার টাকা ধার করে জাহাঙ্গীরকে দেন ব্যবসা করার জন্য। তবে এ টাকা দিয়ে আবার জুয়া খেলেন জাহাঙ্গীর। এ নিয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে দুজনের ঝগড়া হয়। রাতে লিপির গায়ে আগুন ধরিয়ে দেন জাহাঙ্গীর।