কালিগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে দুই ব্যক্তি আহত

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে দুই ব্যক্তি আহত হয়েছেন।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন কালিগঞ্জ উপজেলার বেলেডাঙ্গা গ্রামের ফজর আলী ও কালিকাপুর গ্রামের ইছা শেখ।

স্থানীয়রা জানান, কালিগঞ্জ উপজেলা বাজারের একটি বাসায় ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে দুই ব্যক্তি আহত হয়েছেন। পরে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লস্কর জাহেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।