কাশিয়ানীর রামদিয়ায় শ্যামা ডায়াগনষ্টিক সেন্টারের ভূয়া রিপোর্টে প্রতারিত হচ্ছে সাধারন রোগীরা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ম বহিভূর্ত ভাবে গড়ে উঠেছে ডায়াগনষ্টিক সেন্টার। এ সব ডায়াগনষ্টিক সেন্টারের অধিকাংশের নেই কোন সরকারি অনুমোদন, নেই উন্নত মানের মেশিন ও মানসম্পন্ন রাসায়নিক কেমিক্যাল এবং দক্ষ টেকনিশিয়ান। এ সব ডায়াগনষ্টিক সেন্টারের ল্যাবরেটরির ভূয়া ও মনগড়া রিপোর্টের ফলে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ।

কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারে অবস্থিত শ্যামা ডায়াগনষ্টিক সেন্টারের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সেবার মান নিয়ে সাধারণ মানুষের রয়েছে নানা অভিযোগ। অদক্ষ টেকনিশিয়ান দিয়ে ল্যাবরেটরির কার্যক্রম পরিচালনা, ভূয়া ও মনগড়া রিপোর্ট তৈরী করে রোগীদের হাতে দেয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। ওই রিপোর্ট অনুযায়ী চিকিৎসকরা ওষুধ দেন রোগীদের। রিপোর্টের যথাযথ রোগের তথ্য উঠে না আসায় রোগীরা রোগ মুক্তির বদলে জটিল রোগে আক্রান্ত হচ্ছে।

কাশিয়ানী উপজেলার সাধুহাটি গ্রামের মো: মমিন মোল্যা অভিযোগ করে বলেন, উপজেলার রামদিয়া বাজারে অবস্থিত শ্যামা ডায়াগনষ্টিক সেন্টার থেকে কিডনীর টেষ্ট করি। সেখানে টেষ্টের রিপোর্টে ১.২৭ মি.লি./ডেসি. পাওয়া যায়। আবার একই পরীক্ষা ওই বাজারের সুপ্তি-সিমান্ত মেডিকেল সার্ভিসেস থেকে করে ০.৯৮ মি.লি./ডেসি. এবং খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল থেকে পরীক্ষা করে ০.৯ এম. জি/ডেসি. পাওয়া গেছে। চিকিৎসকের মতে যা নরমাল ০.৬-১.২ থাকার কথা।

অপরদিকে উপজেলার কামারোল গ্রামের সিজান নামে এক শিশুর বাবা বলেন, শ্যামা ডায়াগনষ্টিক সেন্টার থেকে আমার বাচ্চার রিমিউটিকফিবার পরীক্ষা করি। সেখানে টেষ্টের রিপোর্টে ৪০০আই.ইউ/এম.এল পাওয়া যায়। ঠিক ৭ দিন পর আবারও একই পরীক্ষা ওই বাজারের ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার এবং সুপ্তি-সিমান্ত মেডিকেল সার্ভিসেস থেকে করে ২০০ আইইউ/এমএল পাওয়া যায়। প্রায়ই এ ধরণের নানা অসঙ্গতিপূর্ণ প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষার নামে মানুষের জীবন নিয়ে মরণ খেলায় মেতে উঠেছে ডায়াগনষ্টিক সেন্টার গুলো।

ভুল রিপোর্টের কারণে গর্ভবতী মা ও শিশুরা পড়ছে নানা ঝুঁকির মধ্যে। এ ধরণের ভূল রিপোর্টের কারণে অনেক সময় মা ও সদ্যজাত শিশুর জীবন হানির মত ঘটনাও ঘটছে।

এছাড়া গ্রামের সহজ-সরল ও অসহায় রোগীদের দূর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে পরীক্ষা-নিরীক্ষার নামে তাদের কাছ থেকে মোট অংকের টাকা হাতিয়ে নিয়ে তাদের কে সর্বশান্ত করা হচ্ছে।

এ বিষয় গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন ডা: মো: রবিউল হাসান বলেন, আমরা সরেজমিনে গিয়ে দেখবো এবং কোন ধরণের অনিয়ম পেলে ভ্রাম্যমাণ মোবাইল আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।