কিশোর বেলায় খুন করেছিলেন

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, তিনি কিশোর বয়সে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছেন। অ্যাপেক সম্মেলন উপলক্ষে ভিয়েতনামে অবস্থানরত দুতের্তে সেখানে বসবাসরত ফিলিপাইনের নাগরিকদের একটি অনুষ্ঠানে তিনি বৃহস্পতিবার এ কথা বলেছেন। ফিলিপাইনে চলমান মাদকবিরোধী অভিযান নিয়ে অপ্রত্যাশিত মন্তব্য করায় জাতিসংঘের এক বিশেষ দূতকে চড় মারারও হুমকি দিয়েছেন দুতের্তে। দুতের্তে বলেছেন, ‘আমি যখন কিশোর ছিলাম, তখন কারাগারে যাতায়াত করতে হয়েছে। আমি তখন বেশ হুমকি-ধামকি দিয়ে চলাফেরা করতাম। ১৬ বছর বয়সে আমি একজন খুনও করে ফেলি। এক সত্যিকারের মানুষ, এক মাস্তান, একটি ছুরি হামলা। আমার বয়স তখন মাত্র ১৬। এটা স্রেফ পেছনে ফিরে তাকানো।’ গত বছর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ফিলিপাইনে মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ দেন দুতের্তে। গত ১৬ মাসে ৩ হাজার ৯৬৭ জনকে পুলিশ হত্যা করেছে। এছাড়া মাদক সংক্রান্ত অপরাধের কারণে খুন হয়েছে আরো ২ হাজার ২৯০ জন। গত বছর দুতের্তে বলেছিলেন, দেশের ৩০ লাখ মাদকাসক্তকে হত্যা করতে পারলে তিনি আনন্দবোধ করবেন। বৃহস্পতিবার দুতের্তে জাতিসংঘের বিশেষ দূত অ্যাগনেস ক্যালামার্ডেরও সমালোচনা করেন। দুতের্তের মাদকবিরোধী অভিযানের সমালোচক হচ্ছেন অ্যাগনেস। দুতের্তে বলেছেন, আমি তাকে আপনাদের সামনে চড় মারব। কেন? কারণ আপনি (অ্যাগনেস) আমাকে অপমান করছেন।’