কুমিল্লাকে করতে হবে ১৪৪ রান

ক্রীড়া ডেস্ক : বিপিএলের পঞ্চম আসরে আজ প্রথম পরীক্ষা চিটাগং ভাইকিংসের। একদিন বিরতির পর আজ মাঠে ফিরেছে বিপিএলের উত্তেজনা। টুর্নামেন্টের পঞ্চম আসরের শুরুতে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে চিটাগং।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কুমিল্লার অধিনায়ক মোহাম্মদ নবী। ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করেছে। জিততে হলে কুমিল্লাকে করতে হবে ১৪৪ রান।

চিটাগং ভাইকিংসের টপ অর্ডারের ব্যাটসম্যানরা রান পেলেও মিডল অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহ পায়নি। ব্যাট হাতে চিটাগংয়ের লুক রনকি ২১ বলে ৪ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৪০ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন আইকন ক্রিকেটার সৌম্য সরকার। ৩৩ বলে ৩ চার ও ১ ছক্কায় এই রান করেন সৌম্য। দিলশান মুনাবেরা ২২ বলে করেন ২১ রান। আর সিকান্দার রাজা ১৩ বলে করেন অপরাজিত ১৮ রান।

বল হাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তরুণ পেসার সাইফুদ্দিন একাই ৩টি উইকেট নিয়েছেন। ডোয়াইন ব্রাভো নিয়েছেন ২টি উইকেট। আল-আমিন হোসেন ও মোহাম্মদ নবী ১টি করে উইকেট নিয়েছেন।

 

দল পরিবর্তনের মাধ্যমে এবার কুমিল্লার আইকন তামিম। ইনজুরির কারণে প্রথম ম্যাচে ছিলেন না তিনি। আজ ডাগআউটে বসে সতীর্থদের খেলা দেখছেন বাঁহাতি এ ওপেনার। চিটাগংয়ের আইকন সৌম্য সরকার। তবে চিটাগং ভাইকিংসকে নেতৃত্ব দেবেন পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার মিসবাহ-উল-হক।

তামিমকে ছাড়া নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে স্বাগতিক সিলেট সিক্সার্সের বিপক্ষে হেরেছে কুমিল্লা। তবে আজ চিটাগংয়ের বিপক্ষে জয়ে ফিরতে চাইবে বিপিএলের তৃতীয় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: লিটন দাস, ইমরুল কায়েস, মারলন স্যামুয়েলস, জস বাটলার, অলক কাপালি, মোহাম্মদ নবী, ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ সাইফুদ্দিন, রশিদ খান, আরাফাত সানী, আলামিন হোসেন,

চিটাগং ভাইকিংস: এনামুল হক, সৌম্য সরকার, লুক রঞ্চি, মিসবাহ-উল-হক, দিলশান মুনাবেরা, লুইস রেসি, সিকান্দার রাজা, শুভাশিষ রয়, সরোয়ার্দী শুভ, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ।